নায়ক থেকে নির্মাতা, আরবাজ খানের রূপান্তরের কাহিনি

প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫ আপডেট: ০১:১৫ পিএম, ০৪ আগস্ট ২০২৫

বলিউডে ‘খান’ নামটাই যেন আলাদা জৌলুস তৈরি করে। তবে এই গ্ল্যামার-পোশাকের শহরে সব খানই সমান আলোয় থাকেন না। কারও নাম শিরোনামে আসে প্রায়ই, কেউ থেকে যান নেপথ্যে। আরবাজ খান এই নামটা অনেকের কাছেই শুধু সালমান খানের ভাই হিসেবেই পরিচিত। কিন্তু গভীরে তাকালে দেখা যায়, এই মানুষটি কেবল একজন ভাই, একজন অভিনেতা নন, এক জন স্বপ্নবান নির্মাতাও। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক আরবাজ খানের জীবনের রূপান্তরের এক অভিনব যাত্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে