নায়ক থেকে নির্মাতা, আরবাজ খানের রূপান্তরের কাহিনি
বলিউডে ‘খান’ নামটাই যেন আলাদা জৌলুস তৈরি করে। তবে এই গ্ল্যামার-পোশাকের শহরে সব খানই সমান আলোয় থাকেন না। কারও নাম শিরোনামে আসে প্রায়ই, কেউ থেকে যান নেপথ্যে। আরবাজ খান এই নামটা অনেকের কাছেই শুধু সালমান খানের ভাই হিসেবেই পরিচিত। কিন্তু গভীরে তাকালে দেখা যায়, এই মানুষটি কেবল একজন ভাই, একজন অভিনেতা নন, এক জন স্বপ্নবান নির্মাতাও। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক আরবাজ খানের জীবনের রূপান্তরের এক অভিনব যাত্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৯৬ সালে ‘দরার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আরবাজ। প্রথম ছবিতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করে সেরা খলনায়ক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
-
এরপর ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘গার্ডিয়ান’, ‘হ্যালো ব্রাদার’, ‘হুলচুল’সহ বেশ কিছু ছবিতে তাকে দেখা গেলেও, তিনি কখনোই মূলধারার ‘রোমান্টিক হিরো’ হয়ে ওঠেননি।
-
নায়ক হওয়ার চেষ্টায় কখনও বড় ঝাঁপ দেননি আরবাজ। বরং চুপিসারেই নিজের জায়গা খুঁজছিলেন-যেখানে তিনি সৃষ্টিশীলতার পূর্ণ স্বাধীনতা পাবেন।
-
২০১০ সাল। বলিউড তখন অ্যাকশন আর কমার্শিয়াল ঘরানার দাপটের মধ্যে। ঠিক এই সময়ে নিজের প্রযোজনা সংস্থা ‘আরবাজ খান প্রোডাকশন’ গঠন করেন তিনি। প্রথম প্রজেক্টে ‘দাবাং’ দিয়ে বাজিমাত করেন এই অভিনেতা।
-
সালমান খান অভিনীত ‘চুলবুল পাণ্ডে’ চরিত্র যেন হয়ে ওঠে সময়ের নতুন ‘মাস হিরো’। তবে পর্দার নায়ক হলেও এর মস্তিষ্ক ছিলেন আরবাজ। এই ছবির কনসেপ্ট, স্ক্রিপ্ট, প্রযোজনা সবই ছিল তার পরিকল্পনার অংশ।
-
২০১২ সালে ‘দাবাং ২’ ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার পরিচালনায় ছবিটিও হয় সুপারহিট। আরবাজ বুঝিয়ে দেন, শুধু অভিনয় নয়, তিনি পর্দার পেছনেও সমান দক্ষ।
-
সম্প্রতি ওয়েব সিরিজ, টক শো ও ভিন্নধর্মী প্রজেক্টেও দেখা যাচ্ছে তাকে। ‘দ্য ইনভিন্সিবল উইথ আরবাজ খান’ নামে একটি সাক্ষাৎকারভিত্তিক শোয়ে তিনি বলিউডের বিভিন্ন তারকার জীবনের অজানা অধ্যায় তুলে ধরেছেন। পর্দার পেছনের মানুষদের গল্প বলা-এটিই যেন এখন তার প্রধান আগ্রহ।
-
আরবাজের এই পরিবর্তন আমাদের শেখায় সেলুলয়েডে সাফল্য শুধু ক্যামেরার সামনেই নির্ধারিত হয় না, ক্যামেরার পেছনেও অনেকে ইতিহাস গড়েন।
-
মালাইকা আরোরা ও আরবাজ খানের সম্পর্ক একসময় বলিউডের ‘পারফেক্ট কাপল’ হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।
-
ব্যক্তিগত জীবনের এই বিশাল পরিবর্তনের মধ্যেও আরবাজ নিজেকে ভেঙে পড়তে দেননি। বরং নিজেকে কাজে, সৃষ্টিশীলতায় ব্যস্ত রাখেন।
-
বর্তমানে তিনি জর্জিয়া আন্দ্রিয়ানি নামের এক ইতালিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে আছেন বলে জানা যায়। তবে আগের মতোই, এই সম্পর্ক নিয়েও তিনি রাখছেন সীমিত প্রচার। গ্ল্যামার দুনিয়ায় থেকেও নিজস্ব একটা গোপনতার জায়গা বজায় রেখেছেন।
-
বলিউডে অনেকেই আছে যারা জনপ্রিয়তার শিখরে উঠতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলেন। আরবাজ খান তাদের মধ্যে পড়েন না। তিনি হয়তো সালমান বা শাহরুখ নন, কিন্তু তার নিজের জায়গাটা তৈরি করেছেন স্থির ও সচেতনভাবে।
-
নায়ক হিসেবে শুরু, প্রযোজক ও পরিচালক হিসেবে প্রতিষ্ঠা-এই রূপান্তর কেবল ক্যারিয়ারের নয়, চিন্তার, সৃষ্টিশীলতার এবং নিজের ভেতরের আত্মবিশ্বাসেরও গল্প।