নায়িকা না ভ্রমণপিপাসু? মালবিকার ছবি দেখলে আপনি দ্বিধায় পড়বেন
চকচকে রূপালি পর্দায় দেখা যায় তাকে। কখনও তুমুল অ্যাকশন দৃশ্যে, কখনও আবার নিঃশব্দ আবেগে ভরা সংলাপে দর্শককে নাড়া দেন। মালয়ালম, তামিল, হিন্দি-তিন ভাষার সিনেমাতেই তার অভিনয়ের ছোঁয়া স্পষ্ট। কিন্তু পর্দার মালবিকা মহাননের বাইরেও আছে আরেকটি মুখ, যেটি নায়িকা পরিচয়ের ছায়া পেরিয়ে দাঁড়িয়ে যায় প্রকৃতির খুব কাছে। মালবিকা শুধু অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান না, সময় পেলেই ক্যামেরা হাতে বেড়িয়ে পড়েন অজানার খোঁজে। তার ইনস্টাগ্রাম স্ক্রল করলে আপনি কনফিউজড হয়ে যাবেন-তিনি কি একজন পেশাদার অভিনেত্রী, নাকি প্রকৃতিপ্রেমী কোনো আলোকচিত্রশিল্পী? ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মালবিকার বাবা কে ইউ মহানন দক্ষিণী চলচ্চিত্রের এক নামকরা চিত্রগ্রাহক। এমন শিল্পসচেতন পরিবেশেই বড় হয়েছেন মালবিকা। সেখান থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা গড়ে ওঠে।
-
১৯৯৩ সালের ৪ আগস্ট কেরালার পেয়ানুতে তার জন্ম। কেরালা আর মহারাষ্ট্র-দুই রাজ্যের মিশ্র সংস্কৃতিতে বেড়ে ওঠা মালবিকা পড়াশোনা করেন মুম্বাইয়ের উইলসন কলেজে গণযোগাযোগ বিষয়ে।
-
মাত্র বিশ বছর বয়সে ২০১৩ সালে দুলকার সালমানের সঙ্গে মালয়ালম ছবি ‘পাত্তাম পোল’-এর মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন।
-
বিশ্বখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদির পরিচালনায় ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ চলচ্চিত্রে তার অভিনয় দেখে সমালোচকেরা প্রশংসায় ভাসিয়ে দেন।
-
মালয়ালম, তামিল, হিন্দি-তিন ভাষার একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন মালবিকা। ‘দ্য গ্রেট ফাদার’, ‘পেত্তা’, ‘মাস্টার’-প্রতিটি ছবিতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন।
-
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘যুধারা’তে মালবিকার উপস্থিতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় সহজেই।
-
অভিনয়ের বাইরে তার অন্যতম নেশা আলোকচিত্র। বাবার হাত ধরেই শুরু, এখন তিনি নিজেই ক্যামেরার পেছনে বেশ দক্ষ।
-
নগরের কোলাহল ছেড়ে সুযোগ পেলেই ছুটে যান জঙ্গলের দিকে। সাফারিতে ঘুরে ঘুরে ক্যামেরাবন্দি করেন প্রকৃতির নানান রূপ।
-
তার হাতের ফিশফ্রাই খেয়েছেন যারা, তারা নাকি অন্য কোথাও সেই স্বাদ পান না! রান্নাবান্না মালবিকার অন্যতম প্রিয় কাজ।
-
স্টাইল ও পোশাক নিয়ে বরাবরই সচেতন মালবিকা। শুধু পরার জন্য নয়, ফ্যাশন নিয়ে লেখালেখিও করেন তিনি। রয়েছে তার নিজস্ব ফ্যাশন ব্লগও।
-
চলতি বছর মালবিকা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে চলেছে তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘দ্য রাজাসাহেব’, যেখানে তার বিপরীতে আছেন প্রভাস। বড়দিনের ঠিক আগে, ৫ ডিসেম্বর সিনেমাটি আসবে প্রেক্ষাগৃহে।