দেব-শুভশ্রী জুটির জনপ্রিয় ১০টি ছবি
দেব ও শুভশ্রী গাঙ্গুলি টলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি। ২০০৯ সালে "চ্যালেঞ্জ" ছবির মাধ্যমে এই জুটির যাত্রা শুরু হয় এবং এরপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তাদের রসায়ন দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে বহুবার। নিচে দেব-শুভশ্রী জুটির ১০টি জনপ্রিয় সিনেমার তালিকা দেওয়া হলো। ছবি: সোশ্যাল মিডিয়া
-
চ্যালেঞ্জ (২০০৯): রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ ছবি দিয়েই দেব-শুভশ্রী জুটির অভিষেক ঘটে। এক কলেজ ছাত্রের সাহস, ভালোবাসা এবং সংগ্রামের গল্প।
-
পরাণ যায় জ্বলিয়া রে (২০০৯): এই ছবিটি পরিচালনা করেন রবি কিনাগি। প্রেম, প্রতিশোধ ও আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি এই ছবি দর্শকদের মনে দাগ কেটেছিল।
-
খোকাবাবু (২০১২): শংকর আয়্যার পরিচালিত ‘খোকাবাবু’ একটি রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমা, যেখানে দেব এক সাহসী বডিগার্ড চরিত্রে অভিনয় করেন।
-
রোমিও (২০১১): সুজিত মন্ডলের ‘রোমিও’ ছবিটি ভালোবাসা, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের সংকট ঘিরে গড়ে উঠা গল্প।
-
খোকা ৪২০ (২০১৩): রাজীব বিশ্বাস পরিচালিত ‘খোকা ৪২০’ নামের প্রেম, পরিবার ও প্রতারণা নিয়ে নির্মিত কমার্শিয়াল ছবিটি সুপারহিট হয়েছে।
-
চ্যালেঞ্জ ২ (২০১২): রাজা চন্দের পরিচালিত ‘চ্যালেঞ্জ ২’ ছবিটি ছিল অ্যাকশন ও থ্রিলারে ভরপুর। এই ছবিটি প্রথম ছবির মতই জনপ্রিয়তা পেয়েছিল।
-
দূরবর্তী ভালোবাসা (২০১০): রবি কিনাগির ‘দূরবর্তী ভালোবাসা’ ছিল দূরত্ব এবং পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে থাকা ভালোবাসার গল্প।
-
হানিমুন (২০১৩): পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির ‘হানিমুন’ ছিল কমেডি ও রোমান্সের এক মজার গল্প যা দর্শকদের মনোরঞ্জন করেছে।
-
ধুমকেতু: এটি দেবের প্রডাকশনের প্রথম সিনেমা হলেও তা মুক্তি পায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ১৪ তারিখ মুক্তি পাবে এই সিনেমাটি। দীর্ঘ ৯ বছর পর স্ক্রিনে দেব-শুভশ্রীর রোমান্স দেখতে পাবে তার ভক্তরা।
-
দেব-শুভশ্রী বাস্তব জীবনে দীর্ঘদিন সম্পর্কের ছিলেন, যদিও পরবর্তীতে শুভশ্রী অভিনেতা রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। কিন্তু দর্শকদের কাছে দেব-শুভশ্রী জুটি আজও এক নস্টালজিয়া হয়ে আছে।