ফিরছে চেনা মুখ, সঙ্গে থাকছে ভালোবাসার টানাপোড়েন
টলিউডের ছোট পর্দায় আবারও ফিরতে চলেছেন একসময়ের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার! দীর্ঘ সাত বছরের বিরতির পর ফের এক ধারাবাহিকে তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। আর এই প্রত্যাবর্তন হতে পারে একেবারেই ব্যতিক্রমী কায়দায়, যেখানে মধুমিতার বিপরীতে থাকবেন একজোড়া নায়ক! ছবি: মধুমিতার ইনস্টাগ্রাম থেকে
-
জানা গেছে, বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় তার নতুন ধারাবাহিকের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। এরই মধ্যে গল্পের প্রেক্ষাপট, লুক সেট, চরিত্র বাছাই-সব দিকেই কাজ চলছে জোরকদমে।
-
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, এই নতুন প্রজেক্টের জন্য মুখ্য চরিত্রে ভাবা হচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি শোনা যাচ্ছে, শ্যামল, রহস্যময় চরিত্রে হাজির হতে পারেন আরেক জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক ধারাবাহিকে থাকছেন দুই দুইজন নায়ক। আর সেই দুই নায়কের মাঝখানে কে থাকবেন মূল নারী চরিত্রে?
-
এই প্রশ্নে উঠে এসেছে তিনটি নাম রণিতা দাস, দীপান্বিতা রক্ষিত এবং মধুমিতা সরকার। যদিও পর্দার আড়ালে শোনা যাচ্ছে, রণিতাকে চরিত্রের উপযুক্ত বলে মনে হয়নি নির্মাতাদের, আর দীপান্বিতা নাকি প্রাথমিক পর্যায়ে নিজেই সরে দাঁড়িয়েছেন। ফলে এগিয়ে এসেছেন মধুমিতা। এমনকি তার লুক টেস্ট নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে বলেই জানা গেছে।
-
তবে এই ধারাবাহিকে একসঙ্গে দুই নায়ক আর এক নায়িকা থাকবেন কেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অন্দরে। অনেকেই ধারণা করছেন সম্ভবত এটি একটি ত্রিকোণ প্রেমের কাহিনি হতে চলেছে। তবে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।
-
এদিকে বর্তমানে প্রচারিত ধারাবাহিক ‘তেঁতুল পাতা’ নাকি খুব শিগগিরই শেষ হতে চলেছে। ওই ধারাবাহিকের পরে গৌরব এই নতুন প্রজেক্টে যুক্ত হবেন বলেই ইঙ্গিত মিলেছে। অন্যদিকে শন বন্দ্যোপাধ্যায়ের শেষ ধারাবাহিক ‘রোশনাই’ এরই মধ্যে শেষ হয়ে গেছে, ফলে তিনিও প্রস্তুত নতুন চরিত্রে ফিরতে।
-
তবে বড় প্রশ্ন হলো মধুমিতা সরকার আদৌ এই প্রজেক্টে কাজ করবেন কি না। কারণ তার ব্যক্তিগত জীবনেও এখন বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। ফলে নিজেকে কিছুটা সময় দিতে চাইছেন তিনি। এমন অবস্থায় ছোট পর্দায় ফেরার সিদ্ধান্ত আদৌ তিনি নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
-
যদিও তার ঘনিষ্ঠ মহলের একাংশ মনে করছেন, গল্প ও চরিত্র যদি পছন্দমতো হয়, তা হলে মধুমিতা হয়তো আবার ছোট পর্দায় ফিরতে রাজি হতে পারেন। এখন শুধু সময়ের অপেক্ষা, এই আলোচিত প্রজেক্টে ‘পাখি’ অবশেষে ফিরবেন কি না, সেটাই দেখার।