নানা লুকে নজরকাড়া দিতিপ্রিয়া
ক্যামেরার সামনে তিনি যেমন সাবলীল, তেমনি ক্যামেরার পেছনেও তার উপস্থিতি দৃষ্টি কাড়ে অনায়াসে। অভিনয়ের মঞ্চে যতটা শক্তিশালী, ফ্যাশনেও ততটাই সাহসী তিনি। কখনও ট্র্যাডিশনাল শাড়িতে রঙিন, কখনও বা ওয়েস্টার্ন আউটফিটে ঝলমলে, আবার কখনও একদম মিনিমাল লুকে ধরা দেন নিঃশব্দ সৌন্দর্যে-দিতিপ্রিয়া রায় যেন রূপ আর রুচির এক চমৎকার মিশেল। রূপালি পর্দা থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই তার স্টাইল স্টেটমেন্ট আলাদা করে নজরে পড়ে। কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক দিতিপ্রিয়ার নজরকাড়া নানা লুকের ভাণ্ডারে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শাড়ির প্রতি দিতিপ্রিয়ার ভালোবাসা প্রায়শই ফুটে ওঠে তার ইনস্টাগ্রাম পোস্টে। কখনও দক্ষিণী কাঁচা রঙের শাড়িতে জুঁই ফুলের গন্ধ ছড়ানো সাজ, আবার কখনও জমকালো কাঁথা-সিল্ক কিংবা বেনারসি প্রতিটি লুকে তিনি যেন সময়কে থামিয়ে রাখেন।
-
শুধু পোশাক নয়, তার সঙ্গে মেকআপ, গয়না, চুলের স্টাইল সবই হয় পরিপূর্ণভাবে মিলেমিশে। এই রাজকীয়তায় কখনও দেখা যায় কাঁচা সিঁদুরে স্নিগ্ধতা, কখনও লাল টিপে বাঙালিয়ানার গর্ব।
-
ট্র্যাডিশনাল লুকের পাশাপাশি দিতিপ্রিয়া ওয়েস্টার্ন পোশাকেও নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। ব্লেজার আর ট্রাউজারে প্রফেশনাল অথচ সাহসী রূপ, আবার ডেনিম আর ক্রপ টপে কিশোরী ভাব দুইই ফুটে ওঠে তার মধ্যে অনায়াসে।
-
কোনো অনুষ্ঠানে গ্ল্যামারাস গাউন পরে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে দেওয়ার সাহস যেমন রয়েছে, তেমনি সাদা শার্ট-জিন্সে একটা সাধারণ দুপুরের ঝলকানিও দেন অনুপ্রেরণার মতো।
-
সবসময় সাজগোজ নয়, দিতিপ্রিয়ার আরেকটি বড় শক্তি তার আত্মবিশ্বাসী ‘নো-মেকআপ’ লুক। মেকআপহীন মুখে, একদম সাধারণ পোশাকে, খোলা চুলে কিংবা খোঁপা বাঁধা ছবিতে দেখা মেলে এক অন্যরকম সৌন্দর্যের। এই নিখুঁত স্নিগ্ধতাই তাকে আলাদা করে তোলে।
-
দিতিপ্রিয়ার স্টাইল সেন্সে সবচেয়ে বড় দিকটি হলো তিনি কাউকে অনুকরণ করেন না। ট্রেন্ডের পেছনে না ছুটে বরং নিজের আরাম, নিজস্ব রুচি ও মানসিকতা অনুযায়ী সাজেন। এই নির্দ্বিধা আত্মবিশ্বাসই তার ফ্যাশনের মূল চালিকাশক্তি।
-
কখনও একজোড়া বড় দুলই তার সম্পূর্ণ লুকের হিরো হয়, কখনও বা একজোড়া চোখই হয়ে ওঠে হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী।