নানা লুকে নজরকাড়া দিতিপ্রিয়া

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ আগস্ট ২০২৫ আপডেট: ০২:৫৫ পিএম, ০৭ আগস্ট ২০২৫

ক্যামেরার সামনে তিনি যেমন সাবলীল, তেমনি ক্যামেরার পেছনেও তার উপস্থিতি দৃষ্টি কাড়ে অনায়াসে। অভিনয়ের মঞ্চে যতটা শক্তিশালী, ফ্যাশনেও ততটাই সাহসী তিনি। কখনও ট্র্যাডিশনাল শাড়িতে রঙিন, কখনও বা ওয়েস্টার্ন আউটফিটে ঝলমলে, আবার কখনও একদম মিনিমাল লুকে ধরা দেন নিঃশব্দ সৌন্দর্যে-দিতিপ্রিয়া রায় যেন রূপ আর রুচির এক চমৎকার মিশেল। রূপালি পর্দা থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই তার স্টাইল স্টেটমেন্ট আলাদা করে নজরে পড়ে। কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক দিতিপ্রিয়ার নজরকাড়া নানা লুকের ভাণ্ডারে। ছবি: ইনস্টাগ্রাম থেকে