ক্যামেরার আলোয় আজও ঝলমল দেবশ্রী
বাংলা সিনেমার রূপালি ইতিহাসে এমন কিছু মুখ রয়েছে, যাদের চোখের ভাষা, শরীরী ভঙ্গি আর সংলাপ বলার ঢং-সবকিছুই একেকটা ছায়া হয়ে রয়ে গেছে দর্শকের স্মৃতিতে। দেবশ্রী রায় সেই বিরল মুখগুলোর অন্যতম। আজ তার জন্মদিন। এই দিনটিকে ঘিরে শুধুই শুভেচ্ছা নয়, রয়েছে এক প্রজন্মের ভালোবাসা, এক যুগের স্মৃতি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
দেবশ্রী রায় মানেই এক অনন্য সংমিশ্রণ রূপ, প্রতিভা, এবং সময়কে ছাপিয়ে যাওয়া এক ব্যক্তিত্ব। ষাটের দশকের শেষে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, তারপর আটের দশকে একের পর এক জনপ্রিয় ছবিতে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নব্বইয়ের দশকে এক নতুন মাত্রায় অভিনয়, আর ২০০০-এর পরে রাজনীতিতে প্রবেশ প্রতিটি অধ্যায়েই তিনি ছিলেন নিজের মতো স্বতন্ত্র।
-
দেবশ্রী রায় মাত্র সাত বছর বয়সে ‘পদাতিক’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। সে বয়সেই তার অভিব্যক্তি দেখে বোঝা গিয়েছিল এই মেয়ে থেমে যাওয়ার জন্য আসেনি। সময়ের সাথে সাথে অভিনয়ের প্রতি তার নিষ্ঠা ও সাধনা তাকে এনে দেয় প্রথম সারির অভিনেত্রীর স্বীকৃতি।
-
আটের দশকে বাংলা চলচ্চিত্রে যখন বাণিজ্যিক ধারার সঙ্গে কিছুটা শিল্পমানের ভারসাম্য খোঁজা হচ্ছিল, তখন দেবশ্রী ছিলেন সেই পরিবর্তনের অনুপম প্রতিচ্ছবি। ‘অগ্নিশ্বর’, ‘উন্নতি’, ‘কালো ছায়া’, ‘জমির তালাশ’, ‘সাহেব’ বা ‘উত্তরফাল্গুনী’র মতো ছবিতে তার চরিত্রগুলো যেন প্রতিবারই নতুন করে গড়া হতো। কখনো ছিলেন তেজস্বিনী নারী, কখনো নরম কোমল প্রেমিকা।
-
তার চোখে ছিল এক ধরনের গল্প বলার ক্ষমতা। সংলাপ ছাড়াও দর্শক তার চোখের দিকে তাকিয়ে বুঝে নিতে পারত চরিত্রের বেদনা, আবেগ, ভালোবাসা কিংবা প্রতিবাদ। আর এই ক্ষমতাই তাকে বানিয়েছিল সময়ের অন্যতম সেরা অভিনেত্রী।
-
অভিনয়ের পাশাপাশি দেবশ্রী রায় একজন অসাধারণ নৃত্যশিল্পী। ভারতনাট্যমে তার প্রশিক্ষণ আর মঞ্চে তার দ্যুতি একে অন্যকে সমৃদ্ধ করেছে। দেবশ্রী শুধু সিনেমায় নয়, স্টেজেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। ‘নৃত্যশ্রী’ নামে তার নিজস্ব নৃত্যদল এখনও দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশন করে।
-
একটা সময় ছিল, যখন পূজার অনুষ্ঠান মানেই দেবশ্রী রায়ের নৃত্যানুষ্ঠান। তার প্রতিটি পদক্ষেপে থাকত ছন্দ আর অনুভবের মিশেল।
-
দেবশ্রী রায় রাজনীতির জগতে পা রাখেন ২০১১ সালে। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি বেসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। সেখানেও তিনি নিজেকে তুলে ধরেন একজন দায়িত্ববান, সংবেদনশীল জনপ্রতিনিধি হিসেবে। রাজনীতির ময়দান চলচ্চিত্রের মতো মসৃণ নয়, তবুও দেবশ্রী রায় তার নিজস্ব সৌন্দর্যবোধ ও আন্তরিকতায় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।
-
সাম্প্রতিক সময়ে দেবশ্রী হয়তো আগের মতো ক্যামেরার সামনে নেই, বড় পর্দায় দেখা মেলে না নিয়মিত। কিন্তু তবুও ক্যামেরার আলো যেন তাকে আজও ভালোবাসে। যখনই কোনো পুরনো গান কিংবা সিনেমা চলে টিভির পর্দায়, দেবশ্রীর মুখটা ভেসে ওঠে চোখে এক অদ্ভুত আবেগ জাগায়।
-
নতুন প্রজন্মের কাছেও দেবশ্রী রায় হয়ে উঠেছেন নস্টালজিয়ার প্রতীক। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে এখনও চলে প্রশংসার ঝড়, শেয়ার হয় পুরনো গানের ক্লিপ, ছড়িয়ে পড়ে বিখ্যাত দৃশ্যের সংলাপ।