চোখের ভাষাতেই গল্প বলেন ফাহাদ ফাসিল

প্রকাশিত: ১১:২০ এএম, ০৮ আগস্ট ২০২৫ আপডেট: ০৫:৫১ পিএম, ২৬ আগস্ট ২০২৫

একটা চরিত্র যার হাতে নেই নায়কের মতো পাঞ্চলাইন, নেই অ্যাকশনের ঝাঁঝ কিংবা চোখ ধাঁধানো রোমান্স। কিন্তু তবুও সে চরিত্র আপনার হৃদয়ে গেঁথে যায়। কারণ তার চোখ কথা বলে। তার নীরবতা হয়ে ওঠে গল্পের জোর। আর সেই চরিত্রের প্রাণ যদি হয়ে ওঠেন একজন অভিনেতা, তবে নিঃসন্দেহে তার নাম ফাহাদ ফাসিল। ছবি: ফেসবুক থেকে