‘প্রিন্স অব টলিউড’ মহেশ বাবু, যার হাসিতেই হার মানে হৃদয়
দক্ষিণী সিনেমার জগতে এমন কিছু মুখ আছে, যাদের উপস্থিতি রুপালি পর্দায় মানেই আলোড়ন। তাদের একজন নিঃসন্দেহে মহেশ বাবু। ভক্তদের কাছে তিনি শুধু সুপারস্টার নন, বরং এক অনন্য আবেগের নাম। ‘প্রিন্স অব টলিউড’ খ্যাত এই অভিনেতা নিজের প্রতিভা, ব্যক্তিত্ব আর সেই অদ্ভুত মায়াবী হাসি দিয়ে জয় করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৭৫ সালের এই দিনে চেন্নাইয়ে তার জন্ম। বাবা কৃষ্ণ ছিলেন তেলেগু সিনেমার জনপ্রিয় নায়ক। তাই সিনেমার আঙিনায় তার প্রথম পা রাখা শিশুশিল্পী হিসেবেই।
-
ছোটবেলায় ক্যামেরার সামনে দাঁড়ালেও, সেই সময়ের সরল দৃষ্টি আর শিশুসুলভ হাসি তখনই ইঙ্গিত দিয়েছিল এ ছেলে একদিন আলো ছড়াবে ভিন্নভাবে।
-
মহেশ বাবুর অভিনয় শুধু সংলাপ বা অভিব্যক্তিতেই সীমাবদ্ধ নয়। তার চোখের দৃষ্টি, ধীরস্থির হাঁটা, আর ঠোঁটে সেই চিরচেনা হালকা হাসি যেন চরিত্রে আলাদা প্রাণ সঞ্চার করে।
-
প্রেমের দৃশ্য হোক বা তীব্র অ্যাকশন, প্রতিটি মুহূর্তেই তিনি দর্শককে টেনে রাখেন মায়ার জালে।
-
টলিউডে অনেক নায়ক আছেন যারা স্টাইল আইকন হিসেবে পরিচিত, কিন্তু মহেশ বাবুর স্টাইলের আলাদা এক ভাষা আছে।
-
সহজ-সরল পোশাক, মার্জিত লুক আর আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে দিয়েছে এক রাজকীয় আবেদন। তার হাসি যেন এই স্টাইলকে পূর্ণতা দেয়।
-
পর্দার বাইরে মহেশ বাবু সমান জনপ্রিয় তার বিনয় আর মানবিকতার জন্য। নানা দাতব্য কাজে যুক্ত থাকা, নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বাস্তব জীবনেরও নায়ক।
-
প্রতিবছর জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছায়, পোস্টার আর তার সিনেমার ডায়লগে। আজও ব্যতিক্রম নয়, ভক্তদের ভালোবাসা যেন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে তেলেঙ্গানা থেকে বাংলাদেশ পর্যন্ত। কারণ মহেশ বাবু শুধু একজন অভিনেতা নন; তিনি এক অনুভূতি, যিনি প্রমাণ করেছেন ক্যারিশমা মানে শুধু লুক নয়, এটা মানুষের অন্তরের স্পর্শ।
-
যে শহরে, যে ভাষায় বা যে পর্দায়ই হোক না কেন, মহেশ বাবুর সেই পরিচিত হাসি সব বাধা পেরিয়ে পৌঁছে যায় মানুষের হৃদয়ে। আর সেই কারণেই হয়তো তাকে বলা হয় ‘প্রিন্স অব টলিউড’, যার হাসিতেই হার মানে হৃদয়।