পর্দার কঠিন মানুষ, বাস্তবে সহজ সরল রজতাভ দত্ত
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে এমন কিছু মুখ আছে, পর্দায় যাদের উপস্থিতি মানেই গল্পে ভিন্ন স্বাদ। রজতাভ দত্ত সেই তালিকার অন্যতম। তার তীক্ষ্ণ দৃষ্টি, কড়া সংলাপ এবং দৃঢ় উপস্থিতি অনেক সময় তাকে পর্দায় ভয়ংকর করে তোলে। কিন্তু পর্দার এই কঠিন মানুষ বাস্তবে ঠিক উল্টো; সহজ-সরল, হাসিখুশি আর প্রাণবন্ত একজন মানুষ। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৬৭ সালের এই দিনে কলকাতায় তার জন্ম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল।
-
স্কুল-কলেজ জীবনে নাট্যচর্চা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ছোট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে তিনি বড় পর্দা ও ছোট পর্দা উভয় ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন।
-
তার অভিনয়যাত্রা শুরু হয় মূলত মঞ্চ ও টেলিভিশন দিয়ে। চোখের বালি, রাত ভোর বৃষ্টি, আদালত-এসব নাটকে তার অভিনয় প্রশংসিত হয়। তবে চলচ্চিত্রে প্রবেশের পর রজতাভ দত্তকে দর্শক ভিন্নভাবে চিনতে শুরু করে। এমএলে ফাটাকেশ্বর, বস, চ্যালেঞ্জ, অগ্নিপথ, বিসর্জনসহ অসংখ্য ছবিতে তিনি খলনায়ক, গুরু কিংবা প্রভাবশালী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।
-
রজতাভ দত্তের অভিনয়ের বিশেষ দিক হলো তার নেগেটিভ চরিত্রগুলো। কড়া চাহনি, পরিমিত সংলাপ ও আত্মবিশ্বাসী ভঙ্গি, সব মিলিয়ে তিনি এমন এক ব্যক্তিত্ব তৈরি করেন, যা দর্শকের মনে গেঁথে যায়।
-
তিনি শুধু ভিলেন নন, চরিত্রের ভেতরে যে আবেগ ও বাস্তবতা যোগ করেন, সেটাই তাকে আলাদা করে তোলে।
-
যেখানে পর্দায় তিনি কড়া ও প্রভাবশালী, বাস্তবে তিনি একেবারেই সহজ-সরল মানুষ। হাসি-মজায় ভরা তার আড্ডা, বন্ধুবৎসল স্বভাব, আর সরল জীবনযাপন অনেকের কাছেই অনুপ্রেরণা। সহকর্মীদের প্রতি তার সহযোগিতা ও শ্রদ্ধা তাকে ইন্ডাস্ট্রিতে প্রিয়মুখ বানিয়েছে।
-
রজতাভ দত্তের মতে, অভিনয়ে সফল হতে হলে চরিত্রকে ভালোবাসতে হয়। তিনি যেকোনো চরিত্রে অভিনয়ের আগে সেটিকে নিজের জীবনের অংশ করে তোলেন। এ কারণেই তার অভিনয় সবসময় বাস্তব ও প্রভাবশালী মনে হয়।
-
রজতাভ দত্ত প্রমাণ করেছেন একজন অভিনেতার আসল সাফল্য শুধু পর্দায় নয়, মানুষের মনে জায়গা করে নেওয়ার ক্ষমতায়। পর্দার কঠিন মানুষ হলেও, বাস্তব জীবনের সহজ-সরল রজতাভ দত্তই হয়তো তার সবচেয়ে সুন্দর চরিত্র।