ওজনকে পরাজিত করে স্টাইলের শীর্ষে সারা
বলিউডের জমকালো আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করছে সারা আলী খান। যে মাপের সঙ্গে সবাই হয়তো বিচার করতে অভ্যস্ত, সারা তার বাইরের মাপকে পেছনে ফেলে নিজস্ব স্টাইল ও আত্মবিশ্বাসে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ১০৫ কেজি ওজনকে হার মানিয়ে বলিউডে নিজের শক্ত জায়গা করে নিয়েছেন এই খান কন্যা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আজ এই বলি সুন্দরীর জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের ঘরে তার জন্ম।
-
সারা আলী খান শুধু এক সুন্দরী মুখ কিংবা গ্ল্যামারাস লুকে সীমাবদ্ধ নয়। তার আসল জোর হলো নিজের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাস।
-
সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে তিনি প্রমাণ করেছেন, শারীরিক ওজন কখনোই কারও দক্ষতা বা স্টাইলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বরং নিজের শরীরকে ভালোবেসে, সঠিক ফ্যাশন ও পারসোনালিটি ডেভেলপ করে, কেউ তার স্বপ্নের শিখরে পৌঁছাতে পারে।
-
সারার ফ্যাশন সেন্স একটি দৃষ্টান্ত। তিনি কখনো নিজের ফিজিক্স নিয়ে শিহরিত হননি, বরং সেটাকে করে তুলেছেন নিজের স্টাইল স্টেটমেন্টের অনন্য অঙ্গ।
-
বিভিন্ন রেড কার্পেট ইভেন্ট থেকে শুরু করে ক্যাজুয়াল হোয়াইট কর্নারে, সারা তার ফ্যাশনের ছোঁয়া দিয়ে সবার নজর কেড়েছেন।
-
সারার স্টাইলের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস।