বলিউডের ভিন্ন চরিত্রের কারিগর রণদীপ হুদা

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২০ আগস্ট ২০২৫ আপডেট: ০৩:০২ পিএম, ২০ আগস্ট ২০২৫

বলিউডে গ্ল্যামার, প্রচারণা আর বাণিজ্যিক সিনেমা যখন সবার নজর কাড়ে; তখন এর বাইরে থেকেও নিজের অভিনয়গুণ দিয়ে দর্শকের মন জয় করেছেন রণদীপ হুদা। তিনি শাহরুখ, সালমান বা আমিরের মতো প্রচারণার আলোতে থাকেন না। অভিনয়ের ভিন্ন ধারা আর চরিত্র বাছাইয়ের অনন্যতায় সমালোচক ও দর্শকের কাছে বিশেষ জায়গা দখল করে আছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে