সময়কে হার মানানো সৌন্দর্যের নাম মালাইকা
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় কিছু নাম সময়কে অতিক্রম করে আলো ছড়িয়ে যায়। তাদের মধ্যে অন্যতম মালাইকা অরোরা। আজকের দিনে জন্ম নেওয়া এই বলিউড ডিভা শুধু অভিনেত্রী নন, তিনি একজন নৃত্যশিল্পী, মডেল, টেলিভিশন ব্যক্তিত্ব এবং ফিটনেস আইকন। বয়স বাড়লেও স্টাইল, ফিটনেস আর আত্মবিশ্বাসে তিনি আজও সমান জনপ্রিয়। চলুন জেনে নেই তার জীবনের গল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৭৩ সালের এই দিনে মহারাষ্ট্রের থানে জেলায় মালাইকার জন্ম। তার নামকরণের পেছনেও রয়েছে এক আকর্ষণীয় কাহিনী। ‘মালাইকা’ শব্দের অর্থ সোয়াহিলি ভাষায় ‘এঞ্জেল’ বা ফেরেশতা।
-
ছোটবেলা থেকেই মালাইকা ছিলেন নাচ আর ফ্যাশনের প্রতি আগ্রহী। স্কুলে পড়াশোনার পাশাপাশি নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।
-
কলেজজীবনে তিনি মডেলিংয়ে পা রাখেন। সৌন্দর্য ও ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওতে তার উপস্থিতি বাড়তে থাকে।
-
১৯৯৮ সালে মণি রত্নমের সিনেমা দিল সে তে শাহরুখ খানের সঙ্গে মালাইকার ছাইয়া ছাইয়া গানটি যেন তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ট্রেনের ছাদে নাচের দৃশ্য আজও বলিউডের আইকনিক মুহূর্তগুলোর একটি। এই গানের পর থেকেই মালাইকা বলিউডের শীর্ষ আইটেম গার্লদের তালিকায় চলে আসেন।
-
পরবর্তীতে মুন্নি বদনাম হুই (দাবাং), অনারকলি ডিস্কো চালি প্রভৃতি গানে তার নাচ দর্শককে মাতিয়েছে। গ্ল্যামারাস লুক, নিখুঁত নাচ আর এক্সপ্রেশনে তিনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলেছেন।
-
গান-নাচের পাশাপাশি মালাইকা টেলিভিশনের জনপ্রিয় মুখ। ইন্ডিয়া’স গট ট্যালেন্ট, নাচ বালিয়ে, সুপারমডেল অফ দ্য ইয়ারসহ বহু রিয়েলিটি শোতে বিচারকের আসনে তাকে দেখা গেছে। তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব আর স্টাইলিশ উপস্থিতি শোতে এনেছে বাড়তি মাত্রা।
-
আজকের দিনে মালাইকা শুধু বলিউড ডিভা নন, তিনি ফিটনেস দুনিয়ারও অনুপ্রেরণা। যোগব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর নিয়মিত ওয়ার্কআউট-এই তিন সূত্রে তিনি নিজেকে রাখেন ফিট। বয়স ৫০ পেরোলেও তার সৌন্দর্য আর ফিটনেস যেন সময়কে থামিয়ে দিয়েছে।
-
তিনি সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ভিডিও ও লাইফস্টাইল টিপস শেয়ার করে ভক্তদের অনুপ্রাণিত করেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইল যেন গ্ল্যামার আর ফিটনেসের মিশ্রণ।
-
মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন সবসময় আলোচনায় থাকে। বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পর তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন।
-
বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়মিত শিরোনামে আসে। তবে বিতর্ককে পাত্তা না দিয়ে মালাইকা নিজের শর্তে জীবন যাপন করছেন।
-
রেড কার্পেট হোক কিংবা জিম লুক, মালাইকা সব জায়গাতেই ফ্যাশনের নতুন মানদণ্ড তৈরি করেন।
-
তার সাহসী পোশাক, কনফিডেন্স আর গ্ল্যামার বলিউডের অন্যান্য অভিনেত্রীদের জন্যও অনুপ্রেরণা।