নীল শাড়ির ভেজা সাজে লাস্যময়ী ইধিকা
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও বেশ সচেতন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এথনিক পোশাকে যেমন তিনি মন জয় করেন, তেমনি ওয়েস্টার্ন লুকেও অনায়াসে বয়ে আনেন স্টাইলের ছোঁয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেশকিছু ছবি, যা তিনি উৎসর্গ করেছেন চিরঅমর নায়িকা শ্রীদেবীকে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
নীল রঙকে ধরা হয় শান্তি আর গভীরতার প্রতীক হিসেবে। ইধিকার নতুন এই সাজ যেন সেই নীলেরই রূপময় প্রকাশ।
-
হালকা অ্যাকুয়া টোনের শিফন শাড়িতে তার স্নিগ্ধ উপস্থিতি যেন চারপাশে ছড়িয়ে দিল সৌন্দর্যের দীপ্তি।
-
সুইমিং পুলে ভেজা চুলের এলোমেলো কোঁকড়ানো ছন্দ পুরো লুককে দিয়েছে আলাদা আবেদন। সঙ্গে ন্যুড টোনের মেকআপ, চোখে স্মোকি শ্যাডোর সূক্ষ্ম ছোঁয়া আর ঠোঁটে কোমল গোলাপি শেড, যা তার স্বাভাবিক সৌন্দর্যকে করেছে আরও উজ্জ্বল।
-
গয়নায় ছিল নীল টিপ, মুক্তার ব্রেসলেট, নেকলেস আর কানে মানানসই দুল-যা সাজকে পূর্ণতা দান করেছে।
-
সব মিলিয়ে ইধিকার এই লুক একদিকে যেমন আধুনিক আবেদনময়ী, অন্যদিকে আবার শ্রীদেবীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এক আন্তরিক প্রকাশ।