ভিন্ন মাত্রার অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আজকের দিনটি বিশেষ। জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের অঙ্গনে তার নাম উচ্চারণ মানেই যেন ভিন্ন ধরনের অভিনয়ের স্বাদ নেওয়া। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং সাহসী, স্পষ্টভাষী এবং শিল্পের প্রতি নিবেদিতপ্রাণ এক নারী, যিনি নিজের ব্যক্তিত্ব দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
শ্রীলেখার জন্ম কলকাতায়। ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ের প্রতি ছিল ঝোঁক। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। অভিনয়ের জগতে প্রবেশও ঘটে সেই আবেগ থেকেই।
-
প্রথমদিকে টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে কাজ করলেও ধীরে ধীরে বড় পর্দাতেও শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
-
টেলিভিশনে ‘ত্র্যহস্পর্শ’, ‘বাহানা’, ‘রাজপুত্র’ কিংবা ‘অপরাজিতা’ নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।
-
তার অভিনয়ের ভঙ্গি, সংলাপ বলার ধরণ ও চরিত্রে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
-
বড় পর্দায় ‘অসুখ’, ‘কান্তার মঞ্চে’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘মেমসাহেব’, ‘চোরাবালি’ কিংবা সাম্প্রতিক কাজগুলোতে তিনি যে ভিন্নতা ও গুণগত মান দেখিয়েছেন, তা বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে সমাদৃত।
-
অভিনয়ের পাশাপাশি শ্রীলেখা মিত্রের আলাদা পরিচয় হলো তার স্পষ্টবাদিতা। সামাজিক ইস্যু, চলচ্চিত্রের রাজনীতি কিংবা শিল্পীদের অধিকার-যে কোনো বিষয়েই তিনি অকপটে নিজের মতামত প্রকাশ করেন। তার এই নির্ভীক অবস্থান অনেকের সমালোচনা কুড়ালেও ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন অনন্য উদাহরণ।
-
শ্রীলেখা একাধারে একজন মা, একজন অভিনেত্রী ও একজন সমাজসচেতন মানুষ। তার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তাকে যেমন দৃঢ় করেছে, তেমনি শিল্পকলা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ তাকে আরও মানবিক করে তুলেছে।
-
দর্শকরা শুধু তার অভিনয়েই মুগ্ধ হন না, বরং তার ব্যক্তিত্ব ও জীবনবোধ থেকেও অনুপ্রেরণা নেন।