ছোট শহরের স্বপ্ন থেকে বলিউডের শীর্ষে, কে এই নায়ক?
বলিউড মানেই ঝলমলে আলো, নামকরা পরিবার, প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড কিংবা বাণিজ্যিক সিনেমার ভরসায় বড় হওয়া নায়ক-নায়িকা। কিন্তু এই গ্ল্যামার দুনিয়ার ভেতরেও কিছু মানুষ আছেন, যারা নিজেদের একান্ত সাধনা, প্রতিভা আর একাগ্রতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাম রাজকুমার রাও। আজ এই গুণী অভিনেতার জন্মদিন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৪ সালের এই দিনে হরিয়ানার গুরগাঁওয়ের এক সাধারণ পরিবারে জন্ম রাজকুমারের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ। পরিবার খুব একটা স্বচ্ছল ছিল না, তবুও স্বপ্ন থেমে থাকেনি।
-
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা স্থানীয় মঞ্চনাটকে অভিনয় করেই শুরু করেছিলেন যাত্রা।
-
অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। দিল্লির ফিল্ম স্কুলে পড়াশোনা শেষ করে তিনি চলে আসেন মুম্বাইয়ে। তখন পকেটে টাকাও ছিল সীমিত, ছিল না কোনো গডফাদার। দিনের পর দিন অডিশন দিয়েছেন, ফিরেছেন হতাশ হয়ে। কিন্তু হাল ছাড়েননি।
-
২০১০ সালে ছোট চরিত্রে পর্দায় আসলেও সত্যিকারের নজর কাড়েন ২০১৩ সালের শাহিদ ছবিতে। সেখানে একজন আইনজীবীর ভূমিকায় তার অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সেখান থেকেই শুরু হয় উত্থান।
-
রাজকুমার রাওকে আলাদা করে চিনিয়েছে তার চরিত্র বাছাইয়ের সাহস। সিটিলাইটস ছবিতে অভিবাসী শ্রমিক, ট্র্যাপড-এ আটকে পড়া এক সাধারণ মানুষ কিংবা নিউটনে দায়িত্ববান সরকারি কর্মচারী-প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছেন। বলিউডে তাকে বলা হয় ‘অ্যাক্টরস অ্যাক্টর’।
-
আজ তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতাদের একজন। বাণিজ্যিক ছবি হোক বা ভিন্নধর্মী কাহিনি, সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন। তার ক্যারিয়ার প্রমাণ করে দেয় বলিউডে টিকে থাকতে শুধু গ্ল্যামার নয়, চাই প্রতিভা আর কঠোর পরিশ্রম।
-
আজকের এই রাজকুমার রাও সেই নায়ক, যিনি ছোট শহরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। যার সাফল্য তরুণদের শেখায় যদি মনের জোর থাকে, তবে গ্ল্যামারের দুনিয়ায়ও নিজের জায়গা করে নেওয়া সম্ভব।