মঞ্চ থেকে পর্দায় আবেগের জাদুকর অনির্বাণ

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫ আপডেট: ০২:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫

বাংলা অভিনয়ের জগতে অনির্বাণ ভট্টাচার্য এক বিরল প্রতিভা। মঞ্চের আলোকঝলমলে পরিসর হোক কিংবা ক্যামেরার লেন্সবন্দি ফ্রেম, দু’জায়গাতেই তিনি দর্শকের মনে রেখে দেন অনির্বাণ ছাপ। সংলাপ উচ্চারণে স্বতন্ত্র ভঙ্গি, চরিত্রে গভীর ডুবে যাওয়ার ক্ষমতা আর আবেগকে নিখুঁতভাবে প্রকাশ করার জন্য তাকে বলা হয় অভিনয়ের জাদুকর। জন্মদিনে তাই অনুরাগীরা আবারও স্মরণ করছেন সেই শিল্পীকে, যিনি শুধু অভিনয় করেন না, বরং চরিত্রের ভেতরে প্রাণ সঞ্চার করেন। ছবি: অভিনেতার ফেসবুক থেকে