চিনতে পারছেন মায়াবী এই ছোট্ট শিশুটি কে?
গোলগাল মুখ, দুষ্টু হাসি আর চোখেমুখে সরলতার ছাপ- কে জানতো এই শিশুই একদিন হয়ে উঠবে বলিউডের সবচেয়ে সাহসী আর বহুমাত্রিক অভিনেত্রীদের একজন। হ্যাঁ, এ ছবির ছোট্ট মেয়েটিই আজকের রাধিকা আপ্টে। গ্ল্যামারের চকচকে দুনিয়ায় যিনি নিজের অবস্থান তৈরি করেছেন ভিন্ন পথ বেছে নিয়ে। কখনো সমাজের বাঁধাধরা নিয়ম ভাঙা চরিত্রে, কখনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জর্জরিত নারীর ভূমিকায়-প্রতিটি অভিনয়ে তিনি যেন নতুন করে জন্ম নেন। আজ জন্মদিনে তাই ফিরে দেখা যাক ছোট্ট মেয়েটির সেই যাত্রাপথ, যিনি বড় হয়ে হয়েছেন বলিউডের অন্যতম সাহসী কণ্ঠস্বর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে তামিলনাড়ুর ভেলোরে রাধিকার জন্ম। তবে বেড়ে ওঠা মহারাষ্ট্রের পুনেতে। তার বাবা ছিলেন একটি হাসপাতালের নিউরোসার্জন। ছোটবেলা থেকেই সংস্কৃতি আর শিক্ষার পরিবেশে বড় হওয়া রাধিকা স্নাতক পর্যায়ে গণিত পড়লেও মনের টান ছিল মঞ্চ ও অভিনয়ের দিকে।
-
রাধিকা আপ্টের অভিনয়জীবনের শুরু হয়েছিল থিয়েটার থেকে। পুনের বিখ্যাত নাট্যদল আসক্তা কলা মঞ্চে কাজ করে তিনি শিখেছেন অভিনয়ের সূক্ষ্মতা। এই থিয়েটার অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে।
-
২০০৫ সালে অমোল পালেকারের ‘ভাহ! লাইফ হো তো আইসি!’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে পরিচিতি পান ২০১০ সালের ‘শোর ইন দ্য সিটি’ ছবিতে। এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান মজবুত করেন।
-
রাধিকা আপ্টের অভিনয়জীবনকে যদি একটি শব্দে প্রকাশ করতে হয়, তবে তা হবে বৈচিত্র্য। তিনি কখনো আর্ট ফিল্মে নিপুণ অভিনয় করেছেন, আবার কখনো ওয়েব সিরিজে সাহসী চরিত্রে ভেঙেছেন প্রচলিত ধারণা।
-
‘পার্চড’ ছবিতে নারীর মুক্তি আর বঞ্চনার গল্প ফুটিয়ে তুলেছেন অনন্যভাবে। ‘ফোবিয়া’ তে তার অভিনয় ছিল দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। ‘প্যাড ম্যান’ এ তিনি অভিনয় করেছেন বাস্তবধর্মী চরিত্রে, যা নারীর স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে।
-
নেটফ্লিক্স অরিজিনাল ‘সেক্রেড গেমস ও গুল’ সিরিজে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন।
-
বলিউডের প্রচলিত ধারা যেখানে নায়িকাদের সৌন্দর্য, গ্ল্যামার আর গানের দৃশ্যে আবদ্ধ রাখে, সেখানে রাধিকা আপ্টে নিজেকে প্রমাণ করেছেন একজন পরীক্ষামূলক শিল্পী হিসেবে। তিনি এমন সব চরিত্র বেছে নিয়েছেন যেগুলো সহজ নয়, বরং চ্যালেঞ্জিং। সামাজিক প্রথা, লিঙ্গ বৈষম্য কিংবা মনস্তাত্ত্বিক সংকট-প্রতিটি বিষয়ে তিনি পর্দায় তুলে ধরেছেন বাস্তবের রূপ।
-
রাধিকা আপ্টে খুবই ব্যক্তিত্বশালী ও স্বাধীনচেতা একজন নারী। ২০১২ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেইলরকে বিয়ে করেন তিনি। কাজের ব্যস্ততা সত্ত্বেও ব্যক্তিজীবনে তিনি গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসেন।
-
তিনি শুধু একজন বলিউড অভিনেত্রী নন; বরং এমন এক শিল্পী, যিনি অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভাবনায় নাড়া দেন। ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, ভালো শিল্পী হতে গ্ল্যামারের ঝলক নয়, দরকার সাহস ও দক্ষতার।