স্টারডম নয়, নিজস্ব স্টাইলেই ট্রেন্ডসেটার নিকিতা
অভিনয় ও ফ্যাশন দুটি ভিন্ন জগৎ হলেও নিখুঁতভাবে এই দুই ক্ষেত্রেই নিজের স্বকীয় ছাপ রেখে চলেছেন বাঙালি কন্যা নিকিতা দত্ত। রূপালি পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও নিজের সত্যিকারের পরিচিতি তিনি গড়ে তুলেছেন টেলিভিশন ও ওটিটি দুনিয়ায়। চরিত্রের গভীরে ঢুকে সাবলীল অভিনয়ে দর্শককে মুগ্ধ করে তিনি ক্রমেই হয়েছেন আলোচনার অংশ। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
‘ড্রিম গার্ল’ ধারাবাহিকে তার মেধাবী অভিনয় দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। ‘কবির সিং’-এ তার স্বল্প উপস্থিতিও আলাদা করে নজর কাড়ে, আর ‘দ্য বিগ বুল’ এ তো তিনি একেবারেই অন্যরকম!
-
চলতি বছর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘জুয়েল থিফ’ এ সাইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি রয়ে যান আলোচনার শীর্ষে, সবসময়।
-
১৯৯০ সালের নভেম্বরে নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর শৈশব কেটেছে মুম্বাইয়ের চেনা-অচেনা গলিতে।
-
অর্থনীতি নিয়ে পড়ালেখা করলেও মন পড়ে থাকতো রঙিন পর্দার দিকে। কলেজ জীবনে বিজ্ঞাপন সংস্থায় কাজের হাতেখড়ি, নিয়মিত শরীরচর্চা, আর হৃতিক রোশনের প্রতি একরকম ‘ফ্যানগার্ল’ মোহ সব মিলিয়ে তরুণী নিকিতা ছিলেন চনমনে, প্রাণবন্ত এক উপস্থিতি।
-
সময়ের সঙ্গে বদলেছে তার প্ল্যাটফর্ম, কিন্তু বদলায়নি তার বহুমাত্রিক আগ্রহ।
-
অভিনয়ের বাইরে আরেকটি দিকেও নজর কাড়েন তিনি তা হলো ফ্যাশন। স্টাইলের প্রশ্নে তিনি কখনোই একঘেয়ে নন।
-
ওয়েস্টার্ন গাউন হোক বা ট্র্যাডিশনাল শাড়ি, ফিউশন হোক বা মিনিমাল লুক সব কিছুর মাঝেই থাকে এক ঝলক নিকিতা-ম্যাজিক।
-
ট্রেন্ডের সঙ্গে নিজের স্বাচ্ছন্দ্যকে মেলাতে জানেন তিনি, আর সেখানেই ফুটে ওঠে তার স্বকীয়তা।
-
অভিনয় দক্ষতা, স্টাইল সেন্স এবং আত্মবিশ্বাস এই ত্রিমাত্রিক কম্বিনেশনেই তৈরি হয়েছে এক নতুন পরিচিতি।
-
তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা।