ভারতের ক্ষুদে তারকা থেকে স্টাইল আইকন সিদ্ধার্থ
ভারতের বিনোদন জগতে কিশোর বয়সেই নিজের অবস্থান শক্ত করে নেওয়া নাম সিদ্ধার্থ নিগম। আজ তার জন্মদিন। অল্প বয়সেই অভিনয়, নাচ আর স্টাইল-সবকিছুতে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
-
সিদ্ধার্থের যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। ছোট্ট বয়সে তিনি যখন বর্নভিটা বিজ্ঞাপনে অভিনয় করেন, তখন থেকেই নজরে আসেন। আর সেখান থেকেই টেলিভিশন ও সিনেমায় তার আসা।
-
বলিউডে আমির খানের ধুম ৩ সিনেমায় তিনি আমিরের শৈশবের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পর্দায় তার স্বতঃস্ফূর্ত অভিনয় প্রমাণ করে-ছোট বয়স হলেও তিনি বড় মাপের অভিনেতা হওয়ার সব যোগ্যতা রাখেন।
-
টেলিভিশন জগতে সিদ্ধার্থের নাম উচ্চারণ করলে প্রথমেই মনে পড়ে ‘চক্রধরন আর্য্য’, ‘অশোক সম্রাট’ কিংবা ‘আলাদিন: নাম তো শুনা হোগা’ নাটকের কথা। প্রতিটি চরিত্রেই তিনি আলাদা ছাপ রেখেছেন। বিশেষ করে ‘আলাদিন’ চরিত্রে তার রোমান্টিক অভিনয় ও অ্যাকশন দৃশ্য ভক্তদের মন কাড়ে।
-
শুধু অভিনয় নয়, সিদ্ধার্থ নিগম আজকের তরুণদের কাছে ফ্যাশন ও স্টাইলের প্রতীকও বটে।
-
আধুনিক হেয়ারস্টাইল, ক্যাজুয়াল লুক থেকে শুরু করে ট্র্যাডিশনাল পোশাকে দারুণ মানিয়ে যান তিনি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভক্তদের কাছে যেন এক ফ্যাশন গ্যালারি।
-
বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করায় তরুণ প্রজন্মের কাছে তার পোশাক-স্টাইল অনুকরণের বিষয় হয়ে উঠেছে।
-
অভিনয় আর ফ্যাশনের বাইরে সিদ্ধার্থ একজন দক্ষ জিমন্যাস্টও। জাতীয় পর্যায়ে পদক জয় করা এই ক্রীড়াবিদ তার ফিটনেস রুটিন দিয়ে তরুণদের অনুপ্রাণিত করেন।
-
নাচ, গান, এমনকি ইউটিউব কনটেন্ট-সবকিছুতেই তিনি সক্রিয়। এই বহুমুখী প্রতিভার কারণেই সিদ্ধার্থ আজ এক অনন্য অবস্থান তৈরি করতে পেরেছেন।
-
আজকের দিনে ভক্তরা তার নতুন কাজের অপেক্ষায়। এরই মধ্যে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ শুরু করেছেন। আশা করা যায়, সামনে সিনেমা, ওয়েব সিরিজ কিংবা আরও বড় মঞ্চে সিদ্ধার্থ নিগমকে দেখা যাবে।
-
শৈশবের বিজ্ঞাপন থেকে শুরু করে বলিউড, টিভি, ওয়েব-সব জায়গায় নিজের ছাপ রেখে আজ তিনি এক অনন্য তরুণ তারকা। জন্মদিনে ভক্তদের প্রত্যাশা, সিদ্ধার্থ নিগম আরও নতুন উচ্চতায় পৌঁছাবেন এবং ফ্যাশন-স্টাইল দিয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।