হাস্যরসের মঞ্চে অর্চনা পুরন সিং
ভারতীয় বিনোদন জগতে এমন কিছু মুখ আছে যাদের উপস্থিতিই দর্শকের মনে আলাদা আনন্দ জাগায়। অর্চনা পুরন সিং ঠিক তেমনই একজন শিল্পী, যিনি হাসি আর প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দা-সবখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কখনো বলিউডের সিনেমায় সহ-অভিনেত্রী, কখনো আবার টেলিভিশনের জনপ্রিয় বিচারক বা উপস্থাপক। তবে তার সবচেয়ে বড় পরিচয় হলো প্রাণখোলা হাসি আর অদম্য হাস্যরস। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অর্চনা পুরন সিং প্রমাণ করেছেন, বিনোদনের জগতে হাসিই হতে পারে একজন শিল্পীর আসল শক্তি। ছবি: ফেসবুক থেকে
-
১৯৬২ সালের এই দিনে ভারতের দেরাদুনে তার জন্ম। শৈশব থেকেই অভিনয় ও ক্যামেরার প্রতি আগ্রহ তাকে ধীরে ধীরে টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিয়ে আসে। অর্চনা দেরাদুনেই শৈশব কাটান। পড়াশোনার পাশাপাশি নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল তার নিত্যদিনের বিষয়। পরবর্তীতে উচ্চশিক্ষা শেষে অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই মুম্বাইয়ে পাড়ি জমান।
-
অর্চনার চলচ্চিত্র জীবন শুরু হয় আশির দশকে। প্রথম দিকে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হন। অমিতাভ বচ্চন, সালমান খানসহ তৎকালীন শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। ‘কৃষ্ণা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মোহাব্বতেঁ’সহ বহু ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে রেখাপাত করেছে।
-
অর্চনা মূলত কমেডি চরিত্রে দক্ষ হলেও সিরিয়াস ভূমিকাতেও নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন। তার অভিব্যক্তি, সংলাপ উপস্থাপনার ভঙ্গি এবং প্রাণবন্ত অভিনয় তাকে আলাদা মাত্রা দিয়েছে।
-
যদিও অর্চনার চলচ্চিত্র জীবন সমৃদ্ধ, তবে ছোট পর্দাতেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে কমেডি শো-তে বিচারক হিসেবে তার প্রাণোচ্ছল উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ‘কমেডি সার্কাস’ কিংবা ‘দ্য কপিল শর্মা শো’-তে তার অংশগ্রহণ তাকে ঘরে ঘরে পরিচিত নাম করে তুলেছে। হাসতে হাসতে চোখে জল আনা তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দর্শকদের কাছে ছিল বাড়তি আকর্ষণ।
-
অর্চনা পুরন সিংয়ের ব্যক্তিগত জীবনও অনেকটা আলোচিত। তিনি অভিনেতা পারমিত সেঠিকে বিয়ে করেন এবং তাদের সংসারে রয়েছে দুই সন্তান। সংসার ও কর্মজীবন সমানতালে সামলে নেওয়ার জন্যও তিনি প্রশংসিত।
-
অর্চনা শুধু অভিনেত্রী নন, উপস্থাপক হিসেবেও সমানভাবে সফল। টেলিভিশনের বিভিন্ন গেম শো, রিয়েলিটি প্রোগ্রামে তার সাবলীল উপস্থাপনা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং মজার ছলে পরিবেশন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
-
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অর্চনা পুরন সিং বিনোদন জগতে সক্রিয় রয়েছেন। তার ক্যারিশমা, হাস্যরস এবং অভিনয়ের বহুমাত্রিক দক্ষতা তাকে ভারতীয় দর্শকের কাছে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। আজও তিনি যেমন সিনেমায় কাজ করছেন, তেমনি টেলিভিশনের মঞ্চে সমান উদ্যমে দর্শক মাতাচ্ছেন।