ছোট পর্দার মিষ্টি হাসির তারকা নীতি
ভারতের টেলিভিশন দুনিয়ায় নীতি টেলর এমন এক নাম, যাকে দেখলে মনে হয় হাসিটাও যেন একটা গল্প বলে। আজ এই মিষ্টি মুখের অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তার টাইমলাইন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
নীতি টেলর তার অভিনয় জীবন শুরু করেছিলেন খুব অল্প বয়সে। কিন্তু কয়েক বছরের মধ্যেই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কেসি ইয়ে ইয়ারিন’-এ নন্দিনী চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকদের মন জয় করেন।
-
তার নিখাদ অভিনয়, প্রাণবন্ত চোখ আর সহজ সরল উপস্থিতি তাকে করে তুলেছে টেলিভিশনের অন্যতম প্রিয় তারকা।
-
এই মিষ্টি নায়িকা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজের সরলতা আর হাসির জন্য ভক্তদের মন কেড়ে নিয়েছেন।
-
তিনি ফ্যাশনপ্রেমী, আবার একান্তে ভীষণ শান্ত প্রকৃতির মানুষ। নীতির সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘুরে দেখলে বোঝা যায় জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতেই তিনি ভালোবাসেন।
-
তার জীবনে ভালোবাসার অধ্যায়ও কম রঙিন নয়। ২০২০ সালে তিনি বিয়ে করেন আর্মি অফিসার পরিক্সিত বাওয়াকে। সেই সময় ভক্তরা নীতির নতুন জীবনের ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন।
-
বিয়ের পরও নীতি অভিনয় জগতে সক্রিয় রয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি এখনো আগের মতোই উজ্জ্বল।
-
নীতি টেলর সবসময় বিশ্বাস করেন ইতিবাচক শক্তিতে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি প্রতিদিন নিজের প্রতি কৃতজ্ঞ থাকতে শিখেছি। আমি চাই আমার হাসিটা যেন মানুষের মন ভালো করে দেয়।