গ্র্যামি জিতলেন যারা
আজ বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। প্রতিবারের মতো এবারেও হয়েছে অনেক রেকর্ড। লেখা হয়েছে নতুন নতুন ইতিহাস। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের প্রধান ক্যাটাগরির বিজয়ীদের তালিকা দেখে নিন। ছবি: এএফপি ও সোশ্যাল মিডিয়া
-
এবার সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার। ‘সং অফ দ্য ইয়ার’, ‘রেকর্ড অফ দ্য ইয়ার’, ‘বেস্ট র্যাপ সং’, ‘বেস্ট র্যাপ পারফরম্যান্স’ এবং ‘বেস্ট মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে এসব পুরষ্কার পেয়েছেন তিনি।
-
‘অ্যালবাম অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে গ্র্যামি জিতে ইতিহাস গড়েছেন পপস্টার বিয়ন্সে।
-
গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছিলেন বিয়ন্সে।
-
গ্র্যামি পুরস্কারে সেরা নতুন শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন চ্যাপেল রোয়ান।
-
বেস্ট পপ ভোকাল অ্যালবাম ও বেস্ট পপ সলো পারফরম্যান্সের জন্য পুরষ্কার পেয়েছেন সাবরিনা কার্পেন্টার।
-
এবারের গ্র্যামিতে বড় চমক ছিল বিটলসের ফেরা।
-
গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। এ গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে ব্যান্ডটি।
-
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম ‘ভিশন্স’ এর জন্য পুরষ্কার পেয়েছেন নোরা জোন্স।