ঝাং জিয়ির জন্মদিন আজ
চীনা অভিনেত্রী ও মডেল ঝাং জিয়ির জন্মদিন আজ। ১৯৭৯ সালের এই দিনে জন্ম তার। পশ্চিমাঞ্চলের সবচেয়ে বিখ্যাত এশিয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঝাং জিয়ি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
১৯৯৯ সালে ‘রোড হোম’ ছিল তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা সিনেমা। পরে তিনি ‘ক্রুচিং টাইগার’, ‘হিডেন ড্রাগন’ (২০০০) এ তার ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেন।
-
তার অভিনয় করা সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্র ছিল ‘মেমোইর্স অফ এ গেইশা’ (২০০৬)। এর জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার এ সেরা অভিনেত্রী ও মোশন পিকচার ড্রামার মনোনয়ন লাভ করেন।
-
এছাড়াও তিনি বাফটা পুরস্কার (সেরা অভিনেত্রী) এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - চলচ্চিত্র) অর্জন করে নিয়েছেন।
-
তার একক ফিল্ম ‘দ্য গ্র্যান্ডমাস্টার’ এর জন্য ১২টি পুরস্কার পেয়েছেন।
-
২০০৪-২০১০ পর্যন্ত ঝাং জিয়ি ফোর্বস চীনের শীর্ষ ৫ সেলিব্রেটি তালিকায় জায়গা করে নিয়েছিলেন। ২০০৮ সালে তিনি ১১ তম সাংঘাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘চীনা সিনেমার জন্য অসামান্য অবদান’ এর ফলে পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে তিনি ‘অর্ডারে দেস আর্টস এট দেস লেট্রেস’ এ ফরাসি সাংস্কৃতিক আদেশ লাভ করেন।