আজ পপ তারকা এড শিরানের জন্মদিন
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৩:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ব্রিটিশ পপ তারকা এড শিরানের জন্মদিন আজ। ১৯৯১ সালের এই দিনে ইংল্যান্ডের হ্যালিফাক্স শহরের ওয়েস্ট ইয়র্কশ্যায়ারে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া
-
জনপ্রিয় এই তারকা বেড়ে উঠেছেন ফ্রামলিংহ্যাম শহরের সুফল্ক নামক স্থানে।
-
২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে গির্ডফোর্ড শহরের সোরে নামক স্থানের একাডেমী অব কনটেম্পোরারি মিউজিক গানের স্কুলে স্নাতকার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন এড।
-
২০১২ সালে শিরান সেরা ব্রিটিশ পুরুষ সোলো গায়ক এবং সাফল্যমণ্ডিত ব্রিটিশ কাজ হিসেবে ব্রিট অ্যাওয়ার্ডস জিতে নেন।
-
২০১২ সাল থেকে বিদেশে শিরানের জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে শুরু করে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে গায়িকা টেইলর সুইফটের চতুর্থ স্টুডিও অ্যালবাম রেড- এ তাকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হতে দেখা গিয়েছিল।