শুভ জন্মদিন জাস্টিন বিবার
কানাডিয়ান পপ সংগীতশিল্পী জাস্টিন বিবারের জন্মদিন আজ। ১৯৯৪ সালের এই দিনে কানাডার অন্টোরিওতে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
জনপ্রিয় এই শিল্পীর পুরো নাম জাস্টিন ড্রিউ বিবার।
-
২০০৯ সালে মুক্তি পায় জাস্টিন বিবারের প্রথম একক সংগীত ‘ওয়ান টাইম’, যা মুহূর্তের ভেতর পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করে।
-
বিবারই প্রথম শিল্পী, যার প্রথম অ্যালবামের সাতটি গানই জায়গা করে নেয় বিলবোর্ড হট হান্ড্রেড তালিকায়।
-
২০১০ এর ২৩ মার্চ প্রকাশিত হয় বিবারের প্রথম পূর্ণ অ্যালবাম মাই ওয়ার্ল্ড ২.০। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম সনদে ভূষিত হন।
-
‘মাই ওয়ার্ল্ড ২.০’ নামের অ্যালবামের ‘বেবি’ গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। ইউটিউবের এখন পর্যন্ত সবচেয়ে সর্বাধিক প্রদর্শিত, আলোচিত এবং পছন্দের ভিডিওগুলোর একটি হলো এই গানটির মিউজিক ভিডিও।
-
বিবার ২০২০ সালে জিতেছেন ২টি গ্র্যামি অ্যাওয়ার্ড, ২টি ব্রিটস অ্যাওয়ার্ড, একটি বাম্বি অ্যাওয়ার্ড, এছাড়াও পেয়েছেন ২৬টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড।
-
২০২১ সালে সেরা আর্টিস্ট অফ দ্য ইয়ার এর জন্য পেয়েছেন এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড। এমনকি হলিউডের হল অব ফেমেও উঠে এসেছে তার নাম।