অস্কারে সেরা যারা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। আর এ অস্কার সঞ্চালনা করছেন কোনান ও’ব্রায়েন। ছবি: এএফপি
-
আয়োজনে প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।
-
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন জোয়ি সালডানা।
-
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি।
-
অ্যানোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।
-
অ্যানোরার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। অ্যানোরা সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ পাঁচটি পুরস্কার পেয়েছে।
-
অ্যানোরার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার জিতেছেন শন বেকার।
-
সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে ব্রাজিলের সিনেমা ‘আই য়্যাম স্টিল হেয়ার’। ১৯৭১ সালে ব্রাজিলে এক নায়কতন্ত্রের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন ওলটার সেলেস।
-
সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘ফ্লো’। ছবি: এক্স
-
এক ফেমে চার সেরা অভিনেতা ও অভিনেত্রী।