৬ মার্চ না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন আমানুল্লাহ
২০২০ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানের কৌতুক অভিনেতা আমানুল্লাহ খান। ছবি: সংগৃহীত
-
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
-
১৯৫০ সালের লাহোরে জন্ম তার। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা একজন কৌতুক অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
-
অভিনেতার পূর্বপুরুষ লাহোর শহরের বাজারে গান গেয়ে ও নেচে জীবিকা উপার্জন করতেন। দারিদ্র্যতার কারণে তিনি বেশিদিন স্কুলে পড়তে পারেননি।
-
তিনি ছোট থেকেই মিমিক্রি করতে পারতেন ও লোকজনকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মিমিক্রি করে লাহোরের লোকদের দেখাতেন।
-
একদিন একজন ব্যক্তি তার এই প্রতিভার কথা জানতে পেরে তাকে লাহোরের থিয়েটারে কাজ করার সুযোগ করে দেন।
-
তিনি থিয়েটার এ অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি মূলত স্যাটায়ার ও হাস্যরস মূলক চরিত্র করতেন। এভাবে ধীরে ধীরে তিনি টিভি ও সিনেমায় নাম লেখান। এর পাশাপাশি থিয়েটার অব্যাহত রাখেন।