শুভ জন্মদিন সুরের জাদুকর আতিফ আসলাম
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম তার। ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
-
শুধু নিজ দেশেই নয়, বিশ্বেও রয়েছে তার জনপ্রিয়তা। ভারতীয় উপমহাদেশে রয়েছে তার অগণিত ভক্ত।
-
২০০৫ সালে ‘জহর’ ছবির হিট গান ‘ও লমহে’ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বলিউড জার্নি।
-
পরবর্তী দেড় দশক মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান দিয়ে মাতিয়েছেন ভারতবর্ষ।
-
বিখ্যাত এই শিল্পী শুধু গায়ক নন, একজন অভিনেতাও বটে। বলিউডের কয়েকটি ছবিতে ক্যামিও ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
-
পাকিস্তানের চলচ্চিত্র বোল-এ তিনি প্রথম অভিনেতা হিসেবে কাজ করেন আতিফ আসলাম।
-
হিন্দি, উর্দু ও পাঞ্জাবি, বাংলা ভাষার গানে তিনি দেখিয়েছেন তার মুনশিয়ানা।
-
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর থেকেই ভারত-পাক সাংস্কৃতিক সম্পর্ক ভেঙে যায়। তার পর থেকেই বলিউডে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা।
-
এরপর বলিউডে আর গাইতে দেখা যায়নি আতিফ আসলামকে।