হলিউডের নবীন প্রতিভা সার্শা রোনান
হলিউডের নবীন অভিনেত্রী সার্শা রোনানের জন্মদিন আজ। ১৯৯৪ সালের এই দিনে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
মাত্র ১৩ বছর বয়সে সার্শা অভিনয়ে পা রাখেন। ২০০৩ সালে তিনি একটি ছোট্ট রোলের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন।
-
অল্প সময়ের মধ্যে অভিনয়ে অসাধারণ দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করে বিশ্ব সিনেমায় নিজের জায়গা করে নিয়েছেন।
-
সার্শা রোনান নিজেকে শুধু হলিউডে সীমাবদ্ধ রাখেননি। তিনি আন্তর্জাতিক সিনেমায়ও সফল হয়েছেন। এমনকি অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
-
২০০৭ সালে অভিনীত ‘অটোনমেন্ট’ সিনেমার ‘ব্রাইনি টালিস’ চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি।
-
এরপর ‘ব্রুকলিন’ (২০১৫) ও ‘লেডি বার্ড’ (২০১৭) এর মতো সিনেমায় তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন এনে দেয়।
-
‘লিটল উইমেন’ (২০১৯) সিনেমায় ‘জো মার্চ’ চরিত্রটি তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে।