স্টাইল, স্ক্রিন আর সাহসে ভরা এলিসনের গল্প
সাহসী অভিনেত্রী এলিসন উইলিয়ামসের জন্মদিন আজ। ১৯৮৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ ক্যানানে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
দুর্দান্ত এই অভিনেত্রী দর্শকদের শুধু বিনোদন দেন না, চমকে দেন অভিনয়ের গভীরতা দিয়েও।
-
২০১২ সালে এইচবিওর কমেডি-ড্রামা সিরিজ ‘গার্লস’ দিয়ে এলিসনের অভিষেক। মার্নি মাইকেলস চরিত্রে তার অভিনয় কেবল তার সৌন্দর্য নয়, বরং আত্মবিশ্বাসী ও জটিল নারীকণ্ঠকে উপস্থাপন করেছিল। তার মধ্যে ছিল ন্যাচারাল চার্ম, চোখে ছিল দৃঢ়তা।
-
তারপর এলেন জর্ডান পিল পরিচালিত মনস্তাত্ত্বিক হরর ফিল্ম ‘গেট আউট’ এ। এখানেই সবাই বুঝলো, এলিসন শুধু ‘কিউট’ চরিত্রের জন্য নয়, তার মধ্যে আছে টুইস্ট, টেনশন আর ট্যালেন্ট।
-
সবশেষ তিনি আলোচনায় এসেছেন ‘মেগান’ ছবির মাধ্যমে। এখানে তার চরিত্র প্রযুক্তির ভয়াবহতা আর মানুষের আবেগের দ্বন্দ্বে দাঁড় করায় দর্শককে, যা তাকে দিয়েছে ভিন্নধর্মী অভিনেত্রীর তকমা।
-
লাল গালিচা হোক কিংবা ন্যাচারাল ডে-লুক, এলিসন উইলিয়ামস জানেন কীভাবে পোশাকের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে হয়।
-
তার ফ্যাশনে থাকে মডার্ন গ্ল্যামার, ক্লাসিক স্পর্শ আর একটি সূক্ষ্ম আত্মবিশ্বাস। তার স্টাইল কখনো চিৎকার করে না, বরং নিজের মতো করে উপস্থিতি জানান দেয়।