স্টেজের আলো নয়, কণ্ঠেই ছিল কেলির আত্মার দীপ্তি

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ এপ্রিল ২০২৫ আপডেট: ০৯:৫৫ এএম, ২৪ এপ্রিল ২০২৫

সম্প্রতি সময়ের বেশিরভাগ শিল্পীই ক্যামেরার ফ্ল্যাশ, মঞ্চের ঝলক আর বাহারি পোশাকের ভিড়ে তারকা হয়ে ওঠেন। তবে কিছু শিল্পী আছেন, যাদের তারকাখ্যাতি আসে অন্তরের ভেতর থেকে। তাদের সুর, কণ্ঠ হয়ে ওঠে দর্শক-শ্রোতার আত্মার সঙ্গী। কেলি ক্লার্কসন ঠিক তেমন একজন। তিনি গান গেয়েছেন নিজের মতো করে। কখনো ভাঙা হৃদয়ের ভাষায় আবার কখনো গেয়েছেন নিজেকে গড়ে তোলার গল্প। স্টেজের ঝলমলে আলো নয়, তার কণ্ঠে ছিল আত্মার দীপ্তি, যেটা কাঁপিয়ে দিয়েছে গোটা দুনিয়া। ছবি: ফেসবুক থেকে