এক স্নিগ্ধ প্রতিভার নাম জনি গ্যালেকি
বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ‘দ্যা বিগ ব্যাং থিওরি’ এর ‘লিওনার্ড’ নামটি বললেই দর্শকদের মুখে হাসি ফুটে ওঠে। দারুণ এই চরিত্রের পেছনে আছেন জনি গ্যালেকি। তিনি এমন এক স্নিগ্ধ প্রতিভার নাম, যিনি অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করেছেন ধীরে, নিশ্চুপে; কিন্তু রেখে গেছেন গভীর ছাপ। ছবি: ফেসবুক থেকে
-
আজ তার জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে বেলজিয়ামের ব্রেমেন শহরে জন্ম তার। জন্মসূত্রে তিনি ইউরোপিয়ান, তবে বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে।
-
ছোট থেকেই নাট্যাভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। খুব অল্প বয়সে থিয়েটার মঞ্চে পা রাখা এই ছেলেটিই পরে হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেতা।
-
২০০৭ সালে জনি গ্যালেকির ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ‘দ্যা বিগ ব্যাং থিওরি’ এর ‘লিওনার্ড হফস্ট্যাডার’ চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। যা তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা।
-
হলিউডের উজ্জ্বল আলোয় জ্বলজ্বলে হয়ে ওঠা অনেক তারকার ভিড়ে জনি ছিলেন বরাবরই আলাদা। তিনি ছিলেন শান্ত, বিনয়ী। তার এই নির্লিপ্ত স্নিগ্ধতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।