অভিনেত্রী কার্স্টেন ডান্সটের জন্মদিন আজ
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
আপডেট: ০৫:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্স্টেন ডান্সটের জন্মদিন আজ। ১৯৮২ সালের এই দিনে নিউ জার্সিতে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
অভিনয়ের জগতে তার যাত্রা শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে পরিণত করেছেন এক দক্ষ ও সম্মানিত অভিনেত্রী হিসেবে।
-
মাত্র ১২ বছর বয়সে সিনেমা ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ টম ক্রুজ ও ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন পুরো দুনিয়ার।
-
স্পাইডার-ম্যানের ‘ম্যারি জেইন ওয়াটসন’ চরিত্র তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা এনে দিয়েছে। টবি ম্যাগুইরের বিপরীতে তার অভিনয়, সংবেদনশীলতা আর ক্যারিশমা দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।
-
কার্স্টেন কখনোই নিজেকে শুধুমাত্র মেইনস্ট্রিম চরিত্রে সীমাবদ্ধ রাখেননি। ‘মেলানকোলিয়া’, ‘মারী আঁতোয়ানেত’ এবং ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এ তার অভিনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিকভাবে।