কমেডির দুনিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র এলি কেম্পার
কমেডির দুনিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র এলি কেম্পারের জন্মদিন আজ। ১৯৮০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটিতে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া
-
এলি এমন এক মার্কিন অভিনেত্রী, কমেডিয়ান ও লেখিকা, যিনি তার হাস্যরসাত্মক অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
-
এলি কেম্পার তার অভিনয় জীবন শুরু করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। তিনি ‘কুইপফায়ার’ নামক ইম্প্রোভ কমেডি গ্রুপের সদস্য ছিলেন।
-
এরপর তিনি ‘দ্য অফিস’ সিরিজে এরিন হ্যাননের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরে তিনি ‘আনব্রেকেবল কিমি শ্মিড্ট’ সিরিজে কিমি শ্মিড্ট চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
-
২০১৮ সালে এলি কেম্পার তার প্রথম বই ‘মাই স্কুইরেল ডেজ’ প্রকাশ করেন। এই বইটি তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের অভিজ্ঞতা ও হাস্যরসাত্মক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বইটি পাঠকদের জন্য একটি আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক পাঠ্য হিসেবে বিবেচিত হয়।
-
এলি কেম্পার ২০১২ সালে কমেডি লেখক মাইকেল কোমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে।
-
এলি কেম্পার ২০১২ সালে কমেডি লেখক মাইকেল কোমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে।