হানিয়ার চোখে যেন মুগ্ধতা আটকে থাকে
অনেকের সৌন্দর্য চোখে পড়ে বাহ্যিক চমকে, কারোর বা চোখে পড়ে তার অভিব্যক্তির গভীরতায়। কিন্তু পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির যেন দুইয়ের অপূর্ব সমন্বয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
হানিয়ার চোখে এমন এক মুগ্ধতা রয়েছে, যা ভাষাহীন হয়ে তাকিয়ে থাকতে শেখায়।
-
ক্যামেরার লেন্স যতই ঘুরুক, যেন প্রতিবারই তার চোখে আটকে পড়ে সময়।
-
শুধু রূপ নয়, চাহনিতে ফুটে ওঠা সারল্য, দুষ্টুমি আর প্রশান্তি হানিয়াকে আলাদা করে দেয় আজকের তারকাদের ভিড় থেকে। সে এমন একজন, যার চোখ দিয়ে দেখলেই মনে হয় এতটা সহজ, এতটা স্বতঃস্ফূর্ত সৌন্দর্য সত্যিই সম্ভব?
-
হানিয়া যখন ক্যামেরার সামনে দাঁড়ান, তখন সেটা নিছক অভিনয় থাকে না। যেন সে নিজের ভাবনাকে রূপ দিয়ে প্রকাশ করছেন চোখের ইশারায়, হাসির মায়ায়।
-
তার রূপে নেই বাহুল্য, নেই অকারণ আকর্ষণ তৈরির কৃত্রিমতা। একেবারে স্বাভাবিক, সহজাত সৌন্দর্যের শক্তিতে দর্শকদের মোহিত করে তোলেন তিনি।