এনরিকে ইগলেসিয়াসের ছবিতে বাঁধা সেরা মুহূর্ত
‘হিরো’ গানটা মনে আছে? বা ‘বেইলান্দো’র সেই গ্রুভ? শুধু কণ্ঠেই নয়, চোখে মুখে, হাসিতে আর পারফরম্যান্সের ভঙ্গিতেও এনরিকে ইগলেসিয়াস হয়ে উঠেছেন এক জীবন্ত মিউজিক আইকন। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক এনরিকের ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত, যেগুলো ছবি হয়ে থেকে গেছে ভক্তদের হৃদয়ে। ছবি: ফেসবুক থেকে
-
৮ মে জন্ম নেওয়া এই স্প্যানিশ সুপারস্টার কণ্ঠ, স্টাইল আর আবেগ দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
-
বিশ্বখ্যাত স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসের ছেলে হয়েও এনরিকে শুরু করেছিলেন নিজের আলাদা পরিচয় তৈরি করার চেষ্টায়। বাবার নাম না ব্যবহার করে ‘এনরিকে মার্টিনেজ’ নামে ডেমো তৈরি করে পাঠিয়েছিলেন বিভিন্ন লেবেলে, যেখানে কণ্ঠই ছিল পরিচয়ের একমাত্র হাতিয়ার।
-
১৯৯৫ সালে তার প্রথম অ্যালবাম ‘এনরিকে ইগলেসিয়াস’ মুক্তি পাওয়ার পরই রাতারাতি ছড়িয়ে পড়েন ল্যাটিন আমেরিকা, স্পেন এবং ইউএস ল্যাটিন মার্কেটে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
-
২০০১ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ গানটির মাধ্যমে এনরিকে পৌঁছে যান এক নতুন উচ্চতায়। প্রেম, আবেগ, ট্র্যাজেডি সব মিলিয়ে মিউজিক ভিডিওটি হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
-
২০১৪ সালে এনরিকে যখন স্প্যানিশ ভাষার গান ‘বেইল্যান্ডো’ প্রকাশ করেন, তখন অনেকে ভেবেছিলেন হয়তো ভাষা সীমাবদ্ধতা তৈরি করবে। কিন্তু বাস্তবতা উল্টো প্রমাণ করল এই গান ছিল ইউটিউবের ইতিহাসে প্রথম স্প্যানিশ গান যা এক বিলিয়নের বেশি ভিউ পেয়েছিল।
-
প্রায় দুই দশক ধরে এনরিকে আছেন প্রাক্তন টেনিস তারকা আনা কুর্নিকোভার সঙ্গে। মিডিয়া লাইমলাইট থেকে দূরে, গোপনেই তারা গড়েছেন একটি পরিবার।
-
গ্র্যামি, বিলবোর্ড, ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার পেয়েছেন এনরিকে।