স্টাইল আর স্ক্রিনে আলো ছড়ানো হালস্টন সেজ
তরুণ প্রজন্মের কাছে শুধু অভিনেত্রী নয়, বরং স্টাইল, আত্মবিশ্বাস আর পর্দায় প্রাণবন্ত উপস্থিতির প্রতীকের নাম হালস্টন সেজ। আজ তার জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা এই অভিনেত্রী ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল আর বহুমুখী প্রতিভার অধিকারী।
-
প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই টেলিভিশনে নিজের জায়গা করে নেন।
-
২০১০ সালে ‘ভিক্টোরিয়াস’ সিরিজের মাধ্যমে ছোট পর্দায় পা রাখা হালস্টনের অভিনয় জীবনে ছিল পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প।
-
২০১৪ সালের ‘পেপার টাউন্স’ সিনেমাতেই তার অভিনয়গুণ আর ক্যামেরার সামনে সহজাত উপস্থিতি দর্শকের মনে ছাপ ফেলে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
-
‘পেপার টাউন্স’, ‘সিকুয়েলস’, ‘দ্য ওরভিল’ কিংবা ‘গিফটেড’ যে চরিত্রেই তিনি নিজেকে মেলে ধরেছেন, দর্শক পেয়েছেন এক আলাদা স্বাদ।
-
হালস্টন কখনো হয়েছেন কোমল, আবেগপ্রবণ চরিত্রে মগ্ন; কখনো আবার কড়া মেজাজের বিজ্ঞানী বা সাহসী অভিযাত্রী। প্রতিটি চরিত্রে তিনি যোগ করেছেন নিজস্ব ছোঁয়া, যা তাকে করেছে স্মরণীয়।
-
‘ক্রাইম থ্রিলার’, ‘রোমান্টিক ড্রামা’ বা ‘সায়েন্স ফিকশন’ সব জায়গায় রয়েছে তার দারুণ আর সাবলীল অভিনয়ের ছাপ। তিনি শুধুই গ্ল্যামার আইকন নন, বরং একজন শক্তিশালী পারফর্মার।
-
তার স্টাইল সেন্স স্মার্ট ও ন্যাচারাল, যা তরুণদের জন্য ফ্যাশন অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নিখুঁত হেয়ারস্টাইল, মিনিমাল মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ব্যক্তিত্ব।