বিল উইসলি থেকে এক্স মাকিনা, চরিত্র বদলে যিনি তাক লাগান
আজকের দিনে জন্মেছিলেন এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে নিজেকে এমনভাবে গড়ে তোলেন, যেন ক্যামেরার সামনে জন্মই হয়েছিল তার। তিনি আইরিশ অভিনেতা ডমনাল গ্লিসন। যিনি কখনো হ্যারি পটারের ‘বিল উইসলি’, কখনো আবার ‘এক্স মাকিনা’ এর বুদ্ধিদীপ্ত কালেব। চরিত্র বদলের খেলায় তিনি যে নিঃশব্দ জাদুকর, তাতে কোনো সন্দেহ নেই। ছবি: সোশ্যাল মিডিয়া
-
ডমনালের অভিনয়ের যাত্রা শুরু হয় থিয়েটার ও ছোট প্রজেক্ট দিয়ে। তবে বড় পর্দায় জায়গা করে নেন হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ ছবিতে বিল উইসলি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
-
এরপর একে একে তিনি অভিনয় করেছেন এক্স মাকিনা, অ্যাবাউট টাইম, ব্রুকলিন, দ্য রেভেন্যান্ট, স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস, এমনকি পিটার রাবিট সিরিজেও। প্রতিটি ছবিতেই তার উপস্থিতি কম, তবে প্রভাবশালী, একেবারে নিখুঁত ও সংযত।
-
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স মাকিনা’ ছবিতে ডমনালের অভিনয় ছিল নিঃশব্দ অথচ গভীর। কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের অনুভব আর বিশ্বাসের দ্বন্দ্বে ডমনালের কালেব চরিত্র দর্শকদের নাড়া দেয়। তার চোখের ভাষা, সংলাপের মধ্যে থাকা দ্বিধা ও অনুসন্ধান দর্শকদের মুগ্ধ করে।
-
ডমনাল সবসময়ই লাইমলাইট থেকে একটু দূরে থাকতেই পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন এই অভিনেতা।
-
তিনি ক্যারিয়ারে গ্ল্যামারের চেয়ে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেন।