বিল উইসলি থেকে এক্স মাকিনা, চরিত্র বদলে যিনি তাক লাগান

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ মে ২০২৫ আপডেট: ০৩:৩১ পিএম, ১২ মে ২০২৫

আজকের দিনে জন্মেছিলেন এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে নিজেকে এমনভাবে গড়ে তোলেন, যেন ক্যামেরার সামনে জন্মই হয়েছিল তার। তিনি আইরিশ অভিনেতা ডমনাল গ্লিসন। যিনি কখনো হ্যারি পটারের ‘বিল উইসলি’, কখনো আবার ‘এক্স মাকিনা’ এর বুদ্ধিদীপ্ত কালেব। চরিত্র বদলের খেলায় তিনি যে নিঃশব্দ জাদুকর, তাতে কোনো সন্দেহ নেই। ছবি: সোশ্যাল মিডিয়া