ভ্যাম্পায়ার থেকে ব্যাটম্যান, রবার্ট প্যাটিনসনের রূপান্তরের গল্প
টিনএজ ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া ভ্যাম্পায়ার এডওয়ার্ড থেকে শুরু করে রহস্যময় ব্রুস ওয়েন, ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার যেন চরিত্র বদলের এক সাহসী অধ্যায়। আজ তার জন্মদিন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
ব্রিটিশ এই অভিনেতা আজ হলিউডের অন্যতম পরিণত ও বৈচিত্র্যপূর্ণ অভিনয়শিল্পী। তার অভিনয়জীবনের এই ট্রান্সফর্মেশন শুধু ক্যারিয়ারের নয়, বরং এক শিল্পীর নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
-
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টোয়াইলাইট’ সিনেমার মাধ্যমে রবার্ট প্যাটিনসন রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান।
-
এডওয়ার্ড ক্যালেন চরিত্রে তার রহস্যময়তা, সংবেদনশীলতা ও ক্যারিশমা তরুণ প্রজন্মের হৃদয় জয় করে নেয়। এই সিরিজ তাকে এনে দেয় আন্তর্জাতিক তারকাখ্যাতি, কিন্তু একইসঙ্গে তাকে বেঁধে ফেলে একটি নির্দিষ্ট ইমেজে ‘টিন আইডল’ হিসেবে।
-
প্যাটিনসন শুধু তারকাখ্যাতি নয়, অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিতে চান। তাই তিনি বেছে নেন ইন্ডি ফিল্ম, জটিল চরিত্র ও অপ্রচলিত গল্প।
-
২০২২ সালে ‘দ্যা ব্যাটম্যান’ এ ব্রুস ওয়েন চরিত্রে প্যাটিনসনের আগমন প্রথমে বিতর্ক তৈরি করলেও মুক্তির পর তিনি প্রমাণ করেন, শুধু যোগ্য নন; তিনি ব্যাটম্যানের আরও গভীর, নিঃসঙ্গ, মনস্তাত্ত্বিক দিকটি পর্দায় ফুটিয়ে তুলেছেন অনবদ্যভাবে।
-
তিনি ‘ডার্ক নাইট’ এর সেই সংস্করণ, যে নিজেকে আবিষ্কার করছে অন্ধকারের মাঝেও।