কানে লিন রামসের নতুন অধ্যায়, ‘ডাই মাই লাভ’ নিয়ে ফিরলেন তিনি

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২১ মে ২০২৫ আপডেট: ১২:১৮ পিএম, ২১ মে ২০২৫

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আবারও নিজের আলাদা পরিচিতি নিয়ে হাজির হলেন খ্যাতনামা স্কটিশ নির্মাতা লিন রামসে। প্রশংসিত ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ ও ‘ইউ আর নেভার রিয়েলি হেয়ার’ ছবির পর এবার তিনি উপহার দিলেন এক ভিন্নমাত্রিক গল্পভিত্তিক চলচ্চিত্র ‘ডাই মাই লাভ’। এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক নারীর জটিল মানসিক অবস্থান, নিঃসঙ্গতা, ভালোবাসা এবং আবেগের ভাঙচুরকে ঘিরে। লিন রামসের দক্ষ পরিচালনায় ফুটে উঠেছে এক প্রগাঢ় বাস্তবতার ছবি, যা দর্শকের হৃদয়ে দীর্ঘকাল ছাপ ফেলে রাখবে। চলুন এক নজরে দেখে নেই ‘ডাই মাই লাভ’ চলচ্চিত্র দলের লাল গালিচার সেই অনন্য মুহূর্তগুলো। ছবি: কান উৎসবের ফেসবুক পেইজ থেকে