কানে লিন রামসের নতুন অধ্যায়, ‘ডাই মাই লাভ’ নিয়ে ফিরলেন তিনি
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় আবারও নিজের আলাদা পরিচিতি নিয়ে হাজির হলেন খ্যাতনামা স্কটিশ নির্মাতা লিন রামসে। প্রশংসিত ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ ও ‘ইউ আর নেভার রিয়েলি হেয়ার’ ছবির পর এবার তিনি উপহার দিলেন এক ভিন্নমাত্রিক গল্পভিত্তিক চলচ্চিত্র ‘ডাই মাই লাভ’। এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক নারীর জটিল মানসিক অবস্থান, নিঃসঙ্গতা, ভালোবাসা এবং আবেগের ভাঙচুরকে ঘিরে। লিন রামসের দক্ষ পরিচালনায় ফুটে উঠেছে এক প্রগাঢ় বাস্তবতার ছবি, যা দর্শকের হৃদয়ে দীর্ঘকাল ছাপ ফেলে রাখবে। চলুন এক নজরে দেখে নেই ‘ডাই মাই লাভ’ চলচ্চিত্র দলের লাল গালিচার সেই অনন্য মুহূর্তগুলো। ছবি: কান উৎসবের ফেসবুক পেইজ থেকে
-
এই চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে লিন রামসের সঙ্গে লাল গালিচায় দেখা মিলেছে প্রধান দুই অভিনয়শিল্পী জেনিফার লরেন্স ও রবার্ট প্যাটিনসনের। তাদের সবার পরিপাটি পোশাক, সংযত ভঙ্গিমা ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
-
রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্সের চোখ ধাঁধানো উপস্থিতি আর মায়াবী হাসিতে মুগ্ধ উপস্থিত সবাই।
-
পরিপাটি ফরমাল পোশাকে সবার নজর কেড়েছেন রবার্ট প্যাটিনসন।
-
ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে লাল গালিচায় রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্সের বন্ধুত্ব।
-
কানের লাল গালিচায় পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও নির্মাণসংশ্লিষ্টরা মিলে এক পরিপূর্ণ মুহূর্তের সৃষ্টি করলেন।