লাল গালিচায় ফ্ল্যাশলাইটের মাঝে উত্তেজিত ডেনজেল
ফ্ল্যাশলাইটের ঝলমলে আলো আর হাজারো চোখের মাঝেই নিজের নিয়ন্ত্রণ হারালেন বিশ্বসিনেমার গর্বিত অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ক্যামেরার ক্লিকের শব্দ আর চিৎকারে ভরে ওঠা কানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, যা শুধু উত্তেজনার কারণ নয়, বরং সেলিব্রিটির জীবনের অজানা এক বাস্তবতাকেও সামনে নিয়ে এলো। ছবি: ফেসবুক থেকে
-
এবার স্পাইক লির নতুন সৃষ্টি ‘হায়েস্ট টু লোয়েস্ট’ নিয়ে হাজির হয়েছিলেন বিশ্বখ্যাত অভিনেতা ডেনজেল ওয়াশিংটন।
-
১৯ মে অনুষ্ঠিত প্রিমিয়ারে সিনেমাটির প্রতি উৎসাহের মাত্রা ছিল চোখে পড়ার মতো, কিন্তু তার আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত পরিস্থিতি।
-
লালগালিচায় ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের।
-
প্রিমিয়ার অনুষ্ঠানে লালগালিচায় ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছিলেন। অনেক সময় তারা অভিনেতা-অভিনেত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে উচ্চস্বরে চিৎকার করতেন। সেই সময় এক ফটোগ্রাফারের অতিরিক্ত চিৎকারে উত্তেজিত হয়ে ডেনজেল পাল্টা চিৎকার করে তাকে থামার নির্দেশ দেন।
-
মুহূর্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণের দিকে গড়াতে শুরু করলেও, সেখানে উপস্থিত অন্য কেউ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান। ফলে পরিস্থিতি বড় কোনো সমস্যা ছাড়াই দ্রুত শান্ত হয়।
-
‘হায়েস্ট টু লোয়েস্ট’ সিনেমাটি কানে উৎসবে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে, যা প্রমাণ করে স্পাইক লির কাজের গভীরতা ও ডেনজেলের অসাধারণ অভিনয় দক্ষতা।