কানের লালগালিচায় ইভা লঙ্গোরিয়ার গ্ল্যামারিক আবির্ভাব

প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ মে ২০২৫ আপডেট: ০৯:০৪ এএম, ২৫ মে ২০২৫

কানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় যখন গ্ল্যামার ও সেলিব্রিটিরা একত্রিত হন, তখন উপস্থিতি শুধু স্টাইলের নয়, ব্যক্তিত্বেরও কথা বলে। এইবার সেই মঞ্চে সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত হলেন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ইভা লঙ্গোরিয়া। তার গ্ল্যামারিক আবির্ভাব, মার্জিত স্টাইল এবং আত্মবিশ্বাসী ভঙ্গি যেন পুরো রেড কার্পেটকে আলোকিত করে তুললো। ক্যামেরার ফ্ল্যাশলাইটে তার প্রতিটি মুহূর্ত ছিল এক অসাধারণ গল্পের অংশ, যা কানে উৎসবকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তুলেছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে