ক্যামেরার ফ্ল্যাশে উজ্জ্বল কিছু নাম, কিছু অনুভবের ছবি

প্রকাশিত: ১০:০৩ এএম, ২৫ মে ২০২৫ আপডেট: ১০:০৩ এএম, ২৫ মে ২০২৫

লালগালিচা পেরিয়ে, আলোর ঝলকানির নিচে দাঁড়িয়ে আছেন তারা-যারা শুধু পুরস্কার জেতেন না, বরং সময়ের গল্প বলেন, ক্যামেরার পেছনে-সামনে নিঃশব্দে এক বিপ্লব ঘটান। এবারের কান উৎসবে এমনই কিছু নাম উঠে এলো, যাদের সৃষ্টির ছোঁয়ায় কান্না জড়ায়, কণ্ঠ নরম হয়ে আসে, আবার কখনো বুক ফুলে ওঠে গর্বে। ছবি: ফ্যাস্টিভেল দ্যা কান এর ফেসবুক পেইজ থেকে