কানের লাল গালিচায় হেইডি ক্লামের অনবদ্য ঝলক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৫ মে ২০২৫ আপডেট: ০১:৫১ পিএম, ২৫ মে ২০২৫

প্রতিবছরের মতো এবারও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট আলো-আঁধারে ছেয়ে গেল। এই উজ্জ্বল মঞ্চে এবার নজর কেড়েছেন জার্মান সুপারমডেল ও টিভি হোস্ট হেইডি ক্লাম। ফ্যাশনের দিক থেকে যেখানে ক্যামেরা ও ফ্যাশন বিশ্লেষকরা চোখ রাখেন, সেখানে হেইডির উপস্থিতি সবসময়ই এক বিশেষ মর্যাদা এনে দেয়। ছবি: ফেসবুক থেকে