কানের লাল গালিচায় হেইডি ক্লামের অনবদ্য ঝলক
প্রতিবছরের মতো এবারও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট আলো-আঁধারে ছেয়ে গেল। এই উজ্জ্বল মঞ্চে এবার নজর কেড়েছেন জার্মান সুপারমডেল ও টিভি হোস্ট হেইডি ক্লাম। ফ্যাশনের দিক থেকে যেখানে ক্যামেরা ও ফ্যাশন বিশ্লেষকরা চোখ রাখেন, সেখানে হেইডির উপস্থিতি সবসময়ই এক বিশেষ মর্যাদা এনে দেয়। ছবি: ফেসবুক থেকে
-
হেইডি ক্লাম এইবারের কান উৎসবে নিজের স্টাইল ও গ্ল্যামারে সবাইকে মুগ্ধ করেছেন। বিশেষভাবে ডিজাইন করা গাউন, যা তার ব্যক্তিত্ব ও শৈলীকে ফুটিয়ে তুলেছে, ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েছে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে।
-
লাল গালিচায় হেইডির ধ্রুপদী আভা ও আত্মবিশ্বাস যেন বর্ণিল আলোর সঙ্গে খাপ খায়।
-
শুধুমাত্র স্টাইল নয়, হেইডি ক্লাম তার সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক দৃষ্টিভঙ্গির জন্যও সমানভাবে পরিচিত। কানে লালগালিচায় ছবি তোলার পর তিনি বিভিন্ন ফাউন্ডেশনের জন্য সচেতনতা সৃষ্টিতে অংশ নিয়েছেন, যা তাকে শুধু ফ্যাশন আইকন নয়, বরং আদর্শ ব্যক্তি হিসেবেও তুলে ধরে।
-
কান উৎসব শুধু চলচ্চিত্রের নয়, ফ্যাশনেরও বড় মঞ্চ। যেখানে হাজারো তারকা ও সেলিব্রিটি নিজেদের স্টাইল প্রদর্শন করেন, সেখানে হেইডি ক্লামের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। তার গ্ল্যামার ও সামাজিক সচেতনতার সমন্বয় কানে উৎসবকে করেছে আরও বেশি স্মরণীয়।