জন্মদিনে ফিরে দেখুন রাসেল ব্র্যান্ডের বর্ণাঢ্য ও বেপরোয়া জীবন

প্রকাশিত: ০১:২১ পিএম, ০৪ জুন ২০২৫ আপডেট: ০১:২১ পিএম, ০৪ জুন ২০২৫

আজ ব্রিটিশ কমেডিয়ান, অভিনেতা, লেখক ও বক্তা রাসেল ব্র্যান্ডের জন্মদিন। হাস্যরসের চৌকস ব্যবহারে যেমন তিনি দর্শককে হাসাতে জানেন, তেমনি সমাজ, রাজনীতি ও আত্ম-অন্বেষণের গভীর আলোচনা তাকে আলাদা মাত্রা দিয়েছে। এক সময় মাদকাসক্তির অন্ধকার গলি থেকে যিনি পা বাড়িয়েছেন আত্মজাগরণের আলোয়, সেই ব্র্যান্ডের জীবন আজও রহস্যে মোড়ানো, বিতর্কে ঘেরা, অথচ গভীরভাবে অনুপ্রেরণামূলক। ক্যারিয়ারের ঝলমলে মুহূর্ত, ব্যক্তিগত জীবনের উথান-পতন এবং সামাজিক-রাজনৈতিক প্রশ্নে স্পষ্ট অবস্থান সব মিলিয়ে রাসেল ব্র্যান্ড যেন এক চলমান বিপ্লবের নাম। জন্মদিনে চলুন ফিরে দেখা যাক তার এই রঙিন, উত্তাল ও চমকপ্রদ জীবনের কিছু অধ্যায়। ছবি: সোশ্যাল মিডিয়া