শিল্প, সাধনা ও সাহসিকতার গল্পে মার্ক ওয়ালবার্গ
লাইট-ক্যামেরা-অ্যাকশনের পেছনে এক অনন্য গল্প লুকিয়ে থাকে অনেক সময়। হলিউডের সফলতম অভিনেতাদের একজন মার্ক ওয়ালবার্গ তার জীবনের পথচলায় প্রমাণ করেছেন জন্মের পরিবেশ নয়, আত্মপ্রচেষ্টা একজন মানুষকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে বোস্টনে মার্কের জন্ম। কিন্তু তার জীবনের শুরুটা ছিল কঠিন। একসময়কার কিশোর অপরাধী মার্ক কীভাবে হয়ে উঠলেন অস্কার-মনোনীত অভিনেতা, ব্যবসায়ী এবং প্রযোজক এই রূপান্তরের গল্পই যেন অনুপ্রেরণার খনি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
শৈশবে মার্ক ওয়ালবার্গ ছিলেন পরিবারের নবম সন্তান। স্কুল ফাঁকি, মারামারি, মাদকাসক্তি সবকিছু মিলিয়ে কৈশোরটা কেটেছিল উথাল-পাথাল।
-
মাত্র ১৬ বছর বয়সে একটি সহিংস ঘটনার কারণে তাকে জেলে যেতে হয়। তবে এই জেলবাসই যেন তার জীবনবদলের শুরু। আত্মসমালোচনা, অনুশোচনা এবং ভবিষ্যৎ গড়ার সংকল্প তাকে নতুন করে জন্ম দেয়।
-
মার্ক ওয়ালবার্গের ক্যারিয়ার শুরু হয় সংগীতশিল্পী হিসেবে। ‘মার্কি মার্ক অ্যান্ড দ্য ফাঙ্কি বাঞ্চ’ নামে তার হিপ-হপ ব্যান্ড একসময় তুমুল জনপ্রিয়তা পায়। ‘গুড ভাইব্রেশনস’ গানটি চার্টের শীর্ষে জায়গা করে নেয়। কিন্তু সংগীতজগতে জনপ্রিয়তা পেলেও মার্কের চোখ তখন অভিনয়ের দিকে।
-
প্রথম বড় পর্দায় অভিষেক ঘটে ‘রেনেসাঁস ম্যান’ (১৯৯৪) সিনেমায়। এরপর ‘বুগি নাইটস’ (১৯৯৭) এ অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন। এই সিনেমায় এক পর্নস্টারের ভূমিকায় তার সাহসী অভিনয় ছিল ক্যারিয়ারের অন্যতম মোড় ঘোরানো কাজ। এরপরে ‘থ্রি কিংস’, ‘দ্য পারফেক্ট স্টর্ম’, ‘প্ল্যানেট অব দ্য এপস’ প্রতিটি সিনেমায় নিজেকে প্রমাণ করতে থাকেন।
-
২০০৬ সালে মার্টিন স্করসেজির পরিচালনায় ‘দ্য ডিপার্টেড’ সিনেমায় মার্ক ওয়ালবার্গের অনবদ্য পারফরম্যান্স তাকে প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন এনে দেয়। একজন সরাসরি ও তীক্ষ্ণ পুলিশ অফিসারের ভূমিকায় তিনি চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করেন।
-
এরপর ‘দ্যা ফাইটার’ (২০১০) ছবিতে তিনি একজন বক্সারের চরিত্রে অভিনয় করে দেখিয়ে দেন তার অভিনয়ের গভীরতা এবং শারীরিক প্রস্তুতির ক্ষমতা। প্রযোজক হিসেবেও এই সিনেমার জন্য অস্কারে মনোনীত হন।
-
মার্ক শুধুই একজন অভিনেতা নন, তিনি সফল উদ্যোক্তাও। ‘ওয়ালবার্গার্স’ নামে তার পারিবারিক রেস্টুরেন্ট চেইন এখন আমেরিকাজুড়ে প্রসারিত। পাশাপাশি ‘এইচবিও’ এর এনটারাজ, বোর্ডওয়াক এম্পায়ার, বলার্স- সিরিজের প্রযোজনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
-
মার্ক ওয়ালবার্গ খ্রিস্টধর্মে বিশ্বাসী। তিনি পরিবার-ভিত্তিক জীবনযাপন করেন এবং চার সন্তানের একজন গর্বিত পিতা।
-
তরুণদের পুনর্বাসনে সহায়তা করতে ‘মার্ক ওয়ালবার্গ ইয়ুথ ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। তার অতীত জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি চান অন্য তরুণরা যেন সঠিক পথে ফিরে আসতে পারে।