শিল্প, সাধনা ও সাহসিকতার গল্পে মার্ক ওয়ালবার্গ

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৫ জুন ২০২৫ আপডেট: ০৮:৩৪ এএম, ০৫ জুন ২০২৫

লাইট-ক্যামেরা-অ্যাকশনের পেছনে এক অনন্য গল্প লুকিয়ে থাকে অনেক সময়। হলিউডের সফলতম অভিনেতাদের একজন মার্ক ওয়ালবার্গ তার জীবনের পথচলায় প্রমাণ করেছেন জন্মের পরিবেশ নয়, আত্মপ্রচেষ্টা একজন মানুষকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়। আজ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে বোস্টনে মার্কের জন্ম। কিন্তু তার জীবনের শুরুটা ছিল কঠিন। একসময়কার কিশোর অপরাধী মার্ক কীভাবে হয়ে উঠলেন অস্কার-মনোনীত অভিনেতা, ব্যবসায়ী এবং প্রযোজক এই রূপান্তরের গল্পই যেন অনুপ্রেরণার খনি। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে