কোরিয়ান মিউজিকের স্টাইল আইকন হিউনার জন্মদিন আজ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৬ জুন ২০২৫
আপডেট: ০৪:৩০ পিএম, ০৬ জুন ২০২৫
কোরিয়ান মিউজিকের স্টাইল আইকন হিউনার জন্মদিন আজ। ১৯৯২ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম তার। জনপ্রিয় এই তারকার পুরো নাম কিম হিউন-আহ। ছবি: ফেসবুক থেকে
-
গানের পাশাপাশি ফ্যাশন সেন্স, স্টেজ প্রেজেন্স আর ক্যারিশমায় মন জয় করে নিয়েছেন কোটি ভক্তের।
-
হিউনার সংগীত ক্যারিয়ার শুরু হয় জনপ্রিয় গার্ল গ্রুপ ওয়ানডার গার্লস এর মাধ্যমে, তবে তিনি বড় পরিসরে আলোচনায় আসেন ‘ফোর মিনিট’ এর সদস্য হিসেবে। পরে একক ক্যারিয়ার শুরু করে গান ‘বাবল পপ’ এর মাধ্যমে।
-
অনবদ্য কোরিওগ্রাফি, এক্সপ্রেসিভ মিউজিক স্টাইল ও ফ্যাশনের জন্য কে-পপ ইন্ডাস্ট্রিতে ‘স্টাইল আইকন’ হিসেবে পরিচিত হিউনা।
-
হিউনা শুধু গানেই নয়, নিজস্ব ফ্যাশন সেন্স, সাহসী মেকওভার ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্যও তরুণদের অনুপ্রেরণা। তার প্রতিটি স্টেজ লুক, ফটোশুট ও ভিডিও নতুন ট্রেন্ড তৈরি করে।