অস্ট্রেলিয়ায় জন্ম হলেও রাজত্ব করেন আমেরিকান হিপহপে
র্যাপ দুনিয়ায় নারীদের অবস্থান বরাবরই কঠিন ছিল। পুরুষপ্রধান এই ঘরানায় জায়গা করে নেওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি নিজের অবস্থান ধরে রাখা আরও বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে জয় করে সাহসিকতার সঙ্গে লড়াই করে উঠে এসেছেন ইগি আজালিয়া নামের এক নারী। জন্ম অস্ট্রেলিয়ায় হলেও তার কণ্ঠ, স্টাইল, ও সাহসিকতায় তিনি রাজত্ব করছেন আমেরিকান হিপহপ জগতে। ছবি: তারকার ফেসবুক থেকে
-
আজ এই সাহসী নারীর জন্মদিন। ১৯৯০ সালের এই দিনে অস্ট্রেলিয়ার সিডনি শহরের অন্তর্গত রাইমাস নামের ছোট্ট এক শহরে জন্ম তার। ইগির প্রকৃত নাম আমেথিস্ট আমেলিয়া কেলি। তবে সবাই তাকে ইগি আজালিয়া নামেই চেনে।
-
ইগির বাবা ছিলেন একজন কমিক বই শিল্পী এবং মা পরিচ্ছন্নতাকর্মী। পরিবার খুব ধনী না হলেও ছোট থেকেই ইগির মধ্যে ছিল শিল্পপ্রেম আর সৃষ্টিশীলতা।
-
মাত্র ১৬ বছর বয়সে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। টেক্সাস, জর্জিয়া হয়ে অবশেষে থিতু হন লস অ্যাঞ্জেলেসে, যেখানে তার র্যাপ ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হয়।
-
২০১১ সালে ইগি ইউটিউবে নিজের মিক্সটেপ গান পোস্ট করতে থাকেন। তার ‘পুসি’ এবং ‘মাই ওয়ার্ল্ড’ গান দুটি ভাইরাল হয়ে যায়। ২০১২ সালে তার মিক্সটেপ ‘ইগনোরেট আর্ট’ মুক্তি পায়। এতে দেখা যায় এক ভিন্নধর্মী নারী র্যাপার, যিনি শুধু গ্ল্যামার নয়, শক্ত লিরিকস আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মাতিয়ে রাখতে পারেন শ্রোতাদের।
-
২০১৪ সালে তার সবচেয়ে বড় হিট ‘ফ্যান্সি’ মুক্তি পায়, যেটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ চার্টে টানা ৭ সপ্তাহ ধরে এক নম্বরে ছিল। এটি তাকে রাতারাতি আন্তর্জাতিক তারকা বানিয়ে দেয়।
-
নিজের প্রথম হিট ‘ফ্যান্সি’ দিয়েই বিশ্ব মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন এই সাহসী র্যাপার। যাকে ঘিরে সমালোচনা যেমন ছিল, তেমনি ছিল লাখো কণ্ঠের প্রশংসাও। গ্ল্যামার আর গানের শক্তি মিলিয়ে গড়ে তুলেছেন এমন এক পরিচয়, যেটা আজও বহু নারীর জন্য অনুপ্রেরণা।