জন্মদিনে ফিরে দেখুন কানিয়ে ওয়েস্টের বিস্ময়কর পথচলা
১৯৭৭ সালের এই দিনে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে জন্ম নেন এক বিস্ময়কর প্রতিভা যার নাম কানিয়ে ওমারি ওয়েস্ট। যিনি শুধুমাত্র সংগীত নয়, র্যাপ, ফ্যাশন, ব্যবসা, এমনকি রাজনীতির মঞ্চেও নিজের উপস্থিতি ছড়িয়ে দিয়েছেন অপ্রতিরোধ্যভাবে। জীবনের প্রতিটি ধাপে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি থেকেছেন বিতর্কের কেন্দ্রে। তবুও একথা অনস্বীকার্য কানিয়ে ওয়েস্ট আধুনিক সংগীতের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের নাম। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
কানিয়ে ওয়েস্ট প্রথমে সংগীতশিল্পী হিসেবে নয়, সংগীত প্রযোজক হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০০-এর দশকের শুরুতে ‘জে-জে’ এর অ্যালবাম ‘দ্যা ব্লুপ্রিন্ট’ এ কাজ করে তিনি আলোচনায় আসেন। তার তৈরি বিট, স্যাম্পলিং ও ক্লাসিক সুরের সঙ্গে হিপহপের মেলবন্ধন শ্রোতাদের কাছে এক নতুন ধারা হয়ে উঠেছিল।
-
কানিয়ে শুধুই প্রযোজক হয়ে থাকতে চাননি। ২০০৪ সালে নিজের প্রথম অ্যালবাম ‘দ্যা কলেজ ড্রপআউট’ প্রকাশ করে তিনি সরাসরি মঞ্চে চলে আসেন। এই অ্যালবাম তাকে এনে দেয় গ্র্যামি পুরস্কারসহ অগণিত শ্রোতা-ভক্তের ভালোবাসা।
-
কানিয়ে ওয়েস্ট সবসময় বিশ্বাস করেন, র্যাপ হলো শিল্প। তার অ্যালবামগুলোতে বারবার উঠে এসেছে ধর্ম, আত্মজিজ্ঞাসা, বর্ণবৈষম্য, এবং সামাজিক বাস্তবতার প্রতিফলন।
-
তার গানের মধ্যে যেমন আছে আবেগের গভীরতা, তেমনি আছে র্যাপের তীব্রতা ও আত্মবিশ্বাস। অনেকে তাকে র্যাপের কবি বলেন, আবার কেউ কেউ তাকে ‘মিউজিকের ম্যাড জিনিয়াস’ বলতেও পিছপা হন না।
-
সংগীতের বাইরে কানিয়ে ওয়েস্ট নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা ও ফ্যাশন আইকন হিসেবে। তার নিজস্ব ব্র্যান্ড ‘ইয়েজি’ (যেটি অ্যাডিডাস-এর সঙ্গে পার্টনারশিপে শুরু হয়েছিল) স্ট্রিট ফ্যাশনের ইতিহাসে এক নতুন ধারা সৃষ্টি করে। ‘ইয়েজি’ স্নিকার্সের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে, এটি একসময় বিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হয়। ব্যবসার জগতে তার এই বিপ্লবী আগমনও তাকে অন্য শিল্পীদের থেকে আলাদা করে রেখেছে।
-
কানিয়ে ওয়েস্ট সবসময়ই ছিলেন স্পষ্টভাষী ও বেপরোয়া। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন ২০২০ সালে। যদিও এটি ছিল প্রতীকী প্রার্থিতা, তবুও তা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
-
কানিয়ে ওয়েস্টের ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত। তিনি বিয়ে করেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানকে। তাদের দাম্পত্য জীবন, সন্তান জন্মদান এবং বিচ্ছেদ-সবছুই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।