কৌতুক, রহস্য আর অভিনয়ের এক অনন্য মুখ ডেভ ফ্রাঙ্কো
হলিউডে এমন কিছু মুখ আছে, যারা শুধু নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে আলোচনায় এসেছে। তারা হয়তো কোনো বিখ্যাত পরিবারের অংশ, কিন্তু নিজের পরিচয় গড়ে তুলেছে আলাদাভাবে। তেমন একজন প্রতিভাবান অভিনেতা ডেভ ফ্রাঙ্কো। বড় ভাই জেমস ফ্রাঙ্কোর পরিচিতি থাকলেও, ডেভ নিজের জায়গা তৈরি করেছেন অভিনয়ের গভীরতা, চরিত্র নির্বাচনের সূক্ষ্মতা আর নিরীক্ষাধর্মী কাজের মাধ্যমে। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের পালো অল্টো, ক্যালিফোর্নিয়া শহরে তার জন্ম। এই অভিনেতার পুরো নাম ডেভিড জন ফ্রাঙ্কো। তার মা বেটসি ফ্রাঙ্কো একজন কবি, লেখক ও সম্পাদক এবং বাবা ডগ ফ্রাঙ্কো ছিলেন ব্যবসায়ী।
-
পারিবারিকভাবে তিনি সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠলেও শুরুতে অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল না। বরং ইচ্ছা ছিল ইংরেজি সাহিত্যে পড়ালেখা করে শিক্ষকতা করার।
-
২০০৬ সালে একটি টিভি সিরিজে ছোট চরিত্রের মাধ্যমে ডেভ ফ্রাঙ্কোর অভিনয়ের রঙিন দুনিয়ায় পা রাখেন। এরপর তিনি টিভি সিরিজ ‘গ্রিক’ ও ‘স্কার্ব’ এ অভিনয় করে নজর কাড়েন। তবে তার প্রথম বড় সিনেমাটিক ব্রেক আসে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় কমেডি ফিল্ম ‘২১ জাম্প স্ট্রিট’ এর মাধ্যমে, যেখানে তিনি চরিত্রাভিনয়ে দক্ষতা দেখিয়ে প্রশংসা কুড়ান।
-
ডেভ ফ্রাঙ্কোর ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে ২০১৩ সালে ‘নাউ ইউ সি মি’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি জ্যাক ওয়াইল্ড চরিত্রে অভিনয় করেন। জাদুবিদ্যা ও অ্যাকশননির্ভর এই ফিল্মে তার সাবলীল উপস্থিতি তাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক দর্শকের কাছে।
-
শুধু অভিনয়ে সীমাবদ্ধ না থেকে ডেভ ফ্রাঙ্কো ২০২০ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হরর-থ্রিলার ‘দ্যা রেন্টাল’ সিনেমার মাধ্যমে। এই ফিল্মটিই প্রমাণ করে, তিনি শুধু ক্যামেরার সামনে নয়, পেছনেও সমান দক্ষ। তার পরিচালনায় ছিল সংবেদনশীলতা, উত্তেজনা ও চমৎকার গল্প বলার কৌশল।
-
ডেভ ফ্রাঙ্কোর ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। ২০১২ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী অ্যালিসন ব্রি-এর সঙ্গে। দীর্ঘ সম্পর্কের পর ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই জুটি হলিউডের অন্যতম রোমান্টিক এবং ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনায় থাকা দম্পতিদের মধ্যে অন্যতম।